বৃহস্পতিবার কর্ণাটক জুড়ে প্রায় ২০টি জেলায় কৃষকদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দা করেছেন আম আদমি পার্টির কর্ণাটক ইউনিটের সম্পাদক বি.টি. নাগান্না। উল্লেখ্য, আখ-সহ বিভিন্ন ফসলের ন্যায্য ও পারিশ্রমিক মূল্যের দাবিতে কৃষকরা মাণ্ড্যতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।
বেঙ্গালুরু আপ অফিসে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাগান্না বলেন, “কৃষকরা গত ৫২ দিন ধরে বিক্ষোভ করছেন, কিন্তু রাজ্য সরকার তাঁদের দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসার সঙ্গে সঙ্গে, রাজ্য সরকার অস্বস্তি এড়াতে কৃষকদের এই আন্দোলন এড়িয়ে চলার চেষ্টা করছে। কর্ণাটক সরকার এখন আন্দোলনকারীদের দমন করতে নৃশংস পুলিশ বাহিনী নিয়োগ করে তাদের শাস্তির আশ্রয় নিয়েছে”। আপ নেতা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই যদি কৃষক সমাজের বিষয়ে উদ্বিগ্ন হতেন তবে অন্তত কৃষকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল তাঁর।
সূত্র- ডেইজিওয়ার্ল্ড
কর্ণাটকে চাষিদের প্রতিবাদ দমনের প্রচেষ্টাকে ধিক্কার জানাল আপ

মতামত দিন