নন্দীগ্রামে ফের কৃষক বিক্ষোভ

বেহাল জলনিকাশি ব্যবস্থার কারণে নষ্ট ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এরই প্রতিবাদে নন্দীগ্রামের শ্যামরাইপুরে বিক্ষোভে সামিল হলো কৃষকমহল। বিক্ষোভকারীদের দাবি বেহাল জলনিকাশি ব্যবস্থার কারণে বর্ষার মরশুমে চাষের জমিতে বৃষ্টির জল জমে যাচ্ছে। যার কারণে হচ্ছে না ধানচাষ। ফলে প্রবল দুর্দশার মুখোমুখি কৃষকেরা। তাঁদের বক্তব্য, বারবার এই সমস্যার কথা জানালো হলেও, প্রশাসনের তরফে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয় নি।
সূত্র – নিউজ ১৮-বাংলা
পাঞ্জাবে কৃষকদের রেল অবরোধ

একটি বিশেষ ধরণের পোকায় তুলোর ফসল নষ্ট করছে, পরিস্থিতি প্রতিহত করার জন্যে যে ভুয়ো কীটনাশক ব্যবহারে বাধ্য করা হচ্ছে পাঞ্জাবের কৃষক সমাজকে। স্বাভাবিকভাবেই নষ্ট হচ্ছে ফসল। মাথায় হাত তুলো চাষিদের। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পাঞ্জাব রাজ্যের বিভিন্ন এলাকায় রেল অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছিল ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা উগ্রাহান)। সেই সূত্রেই এদিন পাঞ্জাব জুড়ে এদিন রেল অবরোধ করেন কৃষকেরা। কৃষক সংগঠনের নেতা যোগিন্দর সিং উগ্রাহান অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার পাঞ্জাবের কৃষকদের জন্য কিছুই করছে না। ফসল নষ্ট হওয়ায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা পাঞ্জাব সরকার ঘোষণা করলেও বাস্তবে এক টাকাও কৃষকের হাতে পৌঁছয় নি।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
একাধিক দাবিতে উত্তরবঙ্গে পথ অবরোধ কৃষকদের

ঋণ মুকুব, ফসলের সহায়ক মূল্য (এমএসপি) প্রদান-সহ একাধিক দাবিতে এবং কৃষকদের অনুদানের জন্য বরাদ্দ টাকা ঋণের কিস্তি হিসাবে বিভিন্ন ব্যাঙ্কে বিনা অনুমতিতে কেটে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরবঙ্গের নিশিগঞ্জ বাজারে পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করল আলু, পাট ও ধান চাষি সংগ্রাম কমিটি। নিশিগঞ্জে দুটি ব্যাঙ্কের সামনে প্রায় ১৫ মিনিট ধরে অবস্থান বিক্ষোভ চলে। পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশের মধ্যস্থতায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষকের থেকে লুট: ২১ সেপ্টেম্বর ২০২২

