আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ জলপাইগুড়ির কৃষকদের একাংশ। বন্ডের অভাবে আলু হিমঘরে রাখা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। পঞ্চায়েত ভোটের মুখে এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে সিপিএম। বিতর্কের মুখে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
জমি থেকে আলু তোলার পর মাঠেই পড়ে রয়েছে বস্তা। এদিকে বৃষ্টির কোপ। যার ফলে নষ্ট হতে বসেছে ফসল। কষ্ট করে ফলানো ফসলের এমন অবস্থা দেখে মাথায় হাত কৃষকদের। সমস্যার জন্য হিমঘরের পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন কৃষকরা।
অভিযোগ, হিমঘরে রাখার জন্য আলুর বন্ড না পেয়ে বছরের শুরুতেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছেন জলপাইগুড়ির আলুচাষিরা।
সূত্র- এবিপি আনন্দ
বন্ড না পেয়ে জমিতে পচছে আলু! কালোবাজারির অভিযোগ কৃষকদের

মতামত দিন