আসন্ন চাষের মরশুমে দোকান থেকে বীজ কিনে কড়াইশুঁটি চাষ করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের টাকিমারি এলাকার চাষিরা। কিন্তু ফসল উৎপাদনের সময় হয়ে গেলেও তা শুরু না হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। প্রায় ৫০০ কৃষক এই ট্র্যাজেডির শিকার। এর জেরে ফসলের ক্ষয়ক্ষতি প্রায় ৩০ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
টাকিমারি বাজারের একাধিক বীজের দোকান থেকে বীজ কিনে প্রায় কয়েক হাজার বিঘা জমিতে কড়াইশুঁটি চাষ করেন কৃষকরা। কিন্তু চাষিদের অভিযোগ, গাছ ঠিকঠাক হলেও তাতে ফলন হচ্ছে না। নকল বীজ দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে কৃষি দফতরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান। এরপরেই জলপাইগুড়ির রাজগঞ্জের টাকিমারি এলাকার একটি বীজের দোকান বন্ধ করে দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে আলোচনা করে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কৃষি দফতর।
সূত্র- ইটিভি ভারত
কড়াইশুঁটির নকল বীজ, বিপাকে বহু চাষি

মতামত দিন