গত সোমবার পাঞ্জাবের কাপুরথালা-সুলতানপুর লোধি সড়ক অবরোধ করেছিলেন পাঞ্জাবের কৃষকরা। তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশের কারণে ধান বপন প্রক্রিয়া এবছর বিলম্বিত হয়েছে। আন্দোলনরত কৃষকরা জানান, উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসা হলেও কেউ কোনো ফসল ক্রয় করতে প্রস্তুত নয়। এই অভিযোগে কৃষকরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন, প্রশাসনের তরফে কৃষকদের শান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু কোন লাভ হয়নি।
সূত্র: দ্য ট্রিবিউন
ফসল সংগ্রহে দেরি, পাঞ্জাবে কৃষক বিক্ষোভ অব্যাহত

মতামত দিন