জয় কিষাণ: ২০ সেপ্টেম্বর ২০২২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

পাঞ্জাবে ঋণে জর্জরিত কৃষক বেছে নিলেন আত্মহত্যার পথ

পাঞ্জাবের খাড়া গ্রামে আত্মঘাতী হলেন ঋণে জর্জরিত কৃষক। আত্মঘাতী কৃষকের নাম অমৃক সিং (৩৬)। ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা উগ্রাহান)-এর নেতা জাগসির সিং জানান, গত বছর অমৃক সিং ৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু গত বছরে একটি বিশেষ ধরনের পোকায় তাঁর চাষের তুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চলতি মরসুমে একেই গমের ফল কম হয়েছে, পাশাপাশি সাদা মাছির হামলায় ফসল নষ্ট হয়েছে, এ কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মঘাতী হয়েছেন এই কৃষক। এক পুত্রসন্তান ও স্ত্রী রয়েছে অমৃকের।

সূত্র- ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় মৃত জলন্ধরের দুই শ্রমিক: একযোগে কৃষক-শ্রমিক সংগঠনের অবরোধ

সাংরুরের ধর্না থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় জলন্ধরের ফিল্লৌর গ্রামের দুই শ্রমিকের মৃত্যু ঘটে। ক্ষতিপূরণের দাবিতে ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা উগ্রাহান)-এর তরফ থেকে আজ হাইওয়ে অবরোধের ডাক দেয়া হয়েছে। তাঁদের বক্তব্য, আপ সরকার কৃষকদের দুর্দশার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রত্যেক মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা এবং আত্মীয়দের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।

সূত্র- ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

পুলিশি হেফাজতে কৃষকের মৃত্যু, কাঠগোড়ায় দিল্লি পুলিশ

আবগারি আইনে ধৃত কৃষক সন্দীপের (৪৩) মৃত্যুতে কাঠগড়ায় দিল্লি পুলিশ। মৃত কৃষক হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা। নাংলাই থানায় আবগারি আইনে নথিভুক্ত ২০০১ সালের একটি অধীনে নথিভুক্ত একটি মামলায় আদালত অভিযুক্ত সন্দীপকে দোষী ঘোষণা করলে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপরেই মৃত কৃষকের পরিবারের তরফে এই মৃত্যুর জন্য দিল্লি পুলিশকে দায়ী করা হয়েছে।

হরিয়ানার শাসক শিবিরের অন্যতম জেজেপি’র যুব সংগঠনের সাধারণ সম্পাদক জয়পাল নাইন এই বিষয়ে জানিয়েছেন, ২০০১ সালের একটি মামলায় সন্দীপকে গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, সন্দীপ গুরুতরভাবে হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনায় তিতোলি পোস্টের সামনে মৃতের আত্মীয়-পরিজন বিক্ষোভ প্রদর্শন করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গেছে।

সূত্র –দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ১৯ সেপ্টেম্বর ২০২২

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *