জয় কিষাণ: ১৬ সেপ্টেম্বর

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

খবর

‘জয় কিষাণ আন্দোলন’-এর নেতৃত্বে ওড়িশায় কৃষক বিক্ষোভ: চাপের মুখে বিমা আধিকারিকদের আটক করল পুলিশ

‘জয় কিষাণ আন্দোলন’-এর ব্যানারে ওড়িশায় বিক্ষোভ দেখালেন শত শত কৃষক। তাঁদের দাবি, গত খরিফ মরসুমে ফসলের ক্ষতির জন্য বিমার বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ অবিলম্বে পূরণ করতে হবে। কৃষকদের এই দাবির কাছে নতি স্বীকার করে বরাগড় থানার পুলিশ বুধবার এইচডিএফসি অ্যাগ্রোর তিন আধিকারিককে শস্য ক্ষতির বিমার ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে আটক করে। ঘটনাটি ঘটেছে ওড়িশার সোহেলা ব্লকের ডুসমাইল চকে। সেখানে ‘জয় কিষাণ আন্দোলন’-এর নেতৃত্বে কৃষকেরা জমায়েত হয়ে ৫৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ তিন বেসরকারি বিমা আধিকারিকদের আটক করে। পুলিশের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারী কৃষকদের দাবি খতিয়ে দেখে, যদি প্রয়োজন হয়, ওই বেসরকারি কৃষি বিমা কোম্পানি ও তার আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবে প্রশাসন।

সূত্র – দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

জমি অধিগ্রহণের প্রতিবাদে বেঙ্গালুরুতে কৃষকদের অবস্থান ১৬৫ দিনে পা রাখল

কর্ণাটক ভূমি সংস্কার (দ্বিতীয় সংশোধনী) আইনের সাহায্যে গ্রামীণ বেঙ্গালুরু জেলার দেবানাহাল্লি তালুকের ১,৭৭৭ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া জারি রেখেছে কর্ণাটক সরকারের অধীন কর্ণাটক শিল্প তালুক উন্নয়ন পর্ষদ (Karnataka Industrial Area Development Board- KIADB)। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারেন ১৩টি গ্রামের প্রায় ৭০০ জন কৃষক।

এর প্রতিবাদে বেঙ্গালুরুতে চলছে কৃষকদের বিক্ষোভ অবস্থান। গত বুধবার এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি ১৬৫ দিনে পা রাখল। আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, কর্ণাটকের কৃষক বিরোধী সরকার বলপূর্ব কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করছে। কেন্দ্রের কৃষক বিরোধী অবস্থানকে অনুসরণ করছে কর্ণাটকের হিন্দুত্ববাদী সরকার। কেআইএডিবি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও অধিগ্রহণ শুরু হয়নি। তবে প্রশাসনিক স্তর থেকে কৃষকদের উদ্দেশে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকদের অবস্থান চলছে বেঙ্গালুরু ফ্রিডম পার্কে।

এদিকে জমি অধিগ্রহণ বিরোধী লড়াইয়ে শামিল হওয়ায় গত ১৫ আগস্ট পুলিশি অত্যাচারে দেবানাহাল্লির ২২ বছরের কৃষক প্রমোদ তাঁর দৃষ্টি শক্তি হারিয়েছেন। গোটা ঘটনায় ক্রমশই উত্তপ্ত হচ্ছে গোটা কর্ণাটক।

সূত্র- নিউজ ক্লিক ও দ্য নিউজ মিনিট

বিশদে পড়ুন

বেঙ্গালুরুর কৃষক বিক্ষোভ
পুলিশি নির্যাতনে দৃষ্টিশক্তি হারালেন কৃষক

আর্থিক অনটনে নিজেকে গুলি করে আত্মঘাতী কর্ণাটকের কৃষক

নিজের রাইফেল থেকে নিজেকেই গুলি করে আত্মঘাতী হলেন কর্ণাটকের কৃষক। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উদুপি জেলায়। পুলিশের ধারণা, প্রবল আর্থিক অনটনের চাপে পড়েই প্রবীণ ওই কৃষক আত্মহত্যার সিদ্ধান্ত নেন। আত্মঘাতী কৃষকের নাম ভাস্কর হেগড়ে (৬৩)। তিনি উদুপি জেলার কারকালা তালুকের দুর্গা গ্রামের তেল্লারু এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগতভাবে নিজের জমিতে জৈবচাষের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, বাড়িতে চা বানানোর সময় হঠাৎ করেই তিনি গুলির শব্দ শুনতে পান। এই ঘটনায় রাজনৈতিক বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী অবস্থানের ফলেই কৃষকদের প্রাণ দিতে হচ্ছে। যার জেরে মরতে হচ্ছে খোদ বিজেপি সমর্থক কৃষকদেরও। উল্লেখ্য, আত্মঘাতী এই কৃষক নিজেও একজন বিজেপি কর্মী ও স্থানীয় পঞ্চায়েত সদসা ছিলেন।

সূত্র- বার্তা ভারতী

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

সম্পাদকীয় প্রতিবেদন

কৃষক মোর্চার দায়িত্ব থেকে সাময়িক সরলেন যোগেন্দ্র যাদব: কল্যাণ সেনগুপ্ত

জাতীয় রাজনীতির স্বার্থে ‘সংযুক্ত কৃষক মোর্চা’ থেকে অন্যতম প্রধান মুখ যোগেন্দ্র যাদব সাময়িক বিরতি নিলেন। তিনি ছিলেন মোর্চায় জয় কিষান আন্দোলনের প্রতিনিধি এবং তাঁর পরিবর্তে ঐ গুরুদায়িত্বের ভার নিলেন যোগেন্দ্র যাদবের অন্যতম সহযোগী ও অতি নির্ভরযোগ্য এবং কৃষক আন্দোলনের অভিজ্ঞ ও প্রারম্ভের সাথী বাংলার অভীক সাহা। তিনি ‘সংযুক্ত কৃষক মোর্চা’-র অতীব গুরুত্বপূর্ণ ড্রাফট কমিটির চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তও হয়েছেন। প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন এই রদবদল? এর সহজ ও নির্ভেজাল উত্তর হচ্ছে – জাতীয় রাজনীতির তাগিদে। তবে এর জন্য কিছুটা আলোচনার প্রয়োজন।… সম্পাদকীয় প্রতিবেদন পড়ুন কল্যাণ সেনগুপ্তর কলমে

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ১৬ সেপ্টেম্বর ২০২২

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *