জয় কিষাণ: ১৪ সেপ্টেম্বর

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 3

খবর

প্রসঙ্গ হিমাচলের আপেল চাষিদের দুরাবস্থা: আদানিকে চরম হুঁশিয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার

বাগান মালিকদের বাধ্যবাধকতার সুযোগ নিয়ে হিমাচলে আদানি গোষ্ঠি সর্বনিম্ন দামে আপেল কিনছে বলে অভিযোগ করল সংযুক্ত কিষাণ মোর্চা। পরিস্থিতির বদল না হলে আগামী ১৫ দিন পর থেকে আদানির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের আহ্বায়ক হরিশ চৌহান ও সহ-আহ্বায়ক সঞ্জয় চৌহান। তাঁরা জানিয়েছেন, আপেলের মৌসুম শেষ হওয়ার পরেও আন্দোলন চলবে। আদানি কম পয়সায় আপেল কিনে তাদের দোকানগুলো ভর্তি করছে, এমনটা অভিযোগ করে মোর্চার কড়া হুঁশিয়ারি, আদানির দোকান থেকে আপেল বের হতে দেওয়া হবে না। দোকানের সামনে ৪ মাস পর্যন্ত তাঁবু তৈরি করে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষক ও বাগান মালিকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে।

সূত্র- অমর উজালা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

নাগপুরে ঋণে জর্জরিত কৃষক বেছে নিলেন আত্মহত্যার পথ

মহারাষ্ট্রের নাগপুরে আত্মঘাতী হলেন ঋণে জর্জরিত কৃষক। চলতি মাসে নাগপুরে এটি পঞ্চম কৃষক আত্মহত্যার ঘটনা। আত্মঘাতী কৃষকের নাম রাজীব বাবুরাও জুড়পে (৬০)। মহারাষ্ট্রের নাগপুর জেলার নাড়খেদ তহসিলের, পিম্পালদারা গ্রামের বাসিন্দা। জানা গেছে, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তিনি প্রায় আড়াই একর জমি কিনেছিলেন। কিন্তু অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে ঋণ পরিশোধ করবেন ভেবে না পেয়ে, আত্মহত্যার পথ বেছে নেন বয়সে প্রবীণ এই কৃষক।

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

একগুচ্ছ দাবিতে পশ্চিম মেদিনীপুরে বিডিওর দ্বারস্থ কৃষকেরা

ন্যায্য মূল্যে সার, স্থায়ী জলনিকাশী ব্যবস্থা এবং ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ধান সংগ্রহের ক্যাম্প তৈরির দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) রজনীকুমার যাদবকে স্মারকলিপি দিল কৃষক খেতমজুর সংগঠন। এই দাবির সঙ্গে সংহতি জ্ঞাপন করে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন প্রায় দুই হাজারের ওপর বেশি কৃষক।

সূত্র- সব্যসাচী

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বিধায়ক কেনায় উৎসাহী বিজেপি সরকার ফসল কিনতে উদাসীন: মধ্যপ্রদেশ কংগ্রেস

গোটা দেশে কৃষিপণ্যের ন্যায্য মূল্যের বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলি সোচ্চার। কৃষকদের প্রতিবাদকে হাতিয়ার করেছে বিজেপি বিরোধী দলগুলো। মধ্যপ্রদেশও তার ব্যতিক্রম নয়। এমনিতেই এই রাজ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা। এবার কৃষকদের এই বিক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ ডাকল মধ্যপ্রদেশের কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি সরকার টাকা দিয়ে বিধায়ক কিনতে পারে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির সরকার কৃষিপণ্য কিনতে উদাসীন।

সূত্র- খাস খবর

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

নিবন্ধ

ভারত জোড়ো যাত্রা’র দর্শন: ওরা ভাঙবে, আমরা জুড়ব- যোগেন্দ্র যাদব

“ভারতকে ঐক্যবদ্ধ করার অর্থ হতে পারে, ‘লোক’কে (মানুষ) ‘তন্ত্র’-র (ব্যবস্থা) সঙ্গে আর ‘গণ’(জন)কে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা। যাতে লোকতন্ত্র বা গণতন্ত্র আর গণরাষ্ট্র পূর্ণবিকশিত হতে পারে”… চলছে ‘ভারত জোড়ো যাত্রা’। কন্যাকুমারী থেকে এই পদযাত্রার সূচনা হয়েছে। গন্তব্য কাশ্মীর। ৭ দিন অতিক্রান্ত হয়ে এই মুহূর্তে পদযাত্রাটির অবস্থান কেরল রাজ্যে। এই পদযাত্রা সূচনার কয়েকদিন আগেই ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে একটি বিশেষ কলাম লিখেছিলেন, ‘জয় কিষাণ আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা তথা ‘স্বরাজ ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদব সেই লেখাটির অনুবাদ ‘জয় কিষাণ’-এ প্রকাশ করা হল। লেখাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন অতনু সিংহ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ১৪ সেপ্টেম্বর ২০২২

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *