খবর
পশ্চিম মেদিনীপুরে ১২২ জন কৃষক আত্মহত্যা করেছেন: আরটিআইতে উঠে এল তথ্য

তথ্যের অধিকার আইনে (আরটিআই) উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২০২১ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ১২২ জন কৃষিজীবী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তথ্যকর্মী বিশ্বনাথ গোস্বামীর একটি আরটিআই-এর জবাবে গত ২৭ আগস্ট এমনটাই জানিয়েছেন, রাজ্যের তথ্য আধিকারিক ও পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি পুলিশ সুপার (ডি এন্ড টি) । তাঁদের দেওয়া তথ্য মতে, ২০২১ সালে পশ্চিম মেদিনীপুরের ২৩টি জেলায় ১২২ জন কৃষিজীবী আত্মহত্যা করেছেন। সবচেয়ে বিস্ময়কর ঘটনা, এর আগে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে জানানো হয়েছিল, গত এক বছরে রাজ্যে একজনও কৃষক আত্মহননের পথ বেছে নেননি। সেই অনুযায়ী ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টেও প্রকাশিত হয়েছিল, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ১৩, ৫০০ জন আত্মঘাতী হলেও, কৃষকের আত্মহত্যার সংখ্যা শূন্য। কিন্তু আরটিআই-তে উঠে এল এর ঠিক উলটো তথ্য।
সূত্র– দ্য হিন্দু
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
মোদি কৃষকের পক্ষে নন: মেঘালয়ের রাজ্যপাল

মোদি জমানার বিরুদ্ধে এবার সরব মেঘালয়ের রাজ্যপাল সত্য পাল মালিক। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার কৃষকের পক্ষে নেই । তাঁর আরও কটাক্ষ, একজন মানুষের মূল্যায়ণ তাঁর কাজের মাধ্যমে হতে পারে। কারো কাজের মাধ্যমে বোঝা যায় তিনি ফকির না কি অন্য কিছু। মোদিজি কিছু মানুষকে ধনকুবের করে তুলেছেন। মোদিজি আদানির বন্ধু, সে কারণেই তাঁর এই প্রতিপত্তি। আদানি ব্যাঙ্ক থেকে যেভাবে ঋণ নিয়েছেন সেই অনাদায়ি ঋণ আদায় না করা হলে দেশের সব ব্যাঙ্কই তো ডুবে যাবে। মেঘালয়ের রাজ্যপালের বক্তব্য, মোদি এমনিতে লোক হিসাবে ভালোই কিন্তু তিনি এখন আর কৃষকের পক্ষে নন।
সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
চাল রফতানির ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপকে ‘কৃষক বিরোধী’ আখ্যা হরিয়ানার বিরোধী দলনেতার

২০ শতাংশ শুল্ক আরোপ-সহ চাল রফতানির ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করায় কেন্দ্রীয় সরকারকে ‘কৃষক বিরোধী’ হিসেবে আখ্যা দিলেন হরিয়ানার বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা। পাশাপাশি তাঁর দাবি, হরিয়ানার বিজেপি-জেজেপি জোট সরকারকে অবিলম্বে কৃষকদের থেকে ধান কেনার কাজ শুরু করতে হবে। উল্লেখ্য, এই মুহূর্তে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হরিয়ানা, পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণেও কৃষকেরা বিজেপির ওপর ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে হুডার এই বক্তব্য বিজেপি রাজনৈতিক শিবিরে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র– দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষকের মৃত্যু বাবদ ইউপির বিদ্যুৎ বিভাগকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

২০১৩ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছিলেন উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদের কৃষক রমনলাল। এই ঘটনায় স্থানীয় একটি আদালত থেকে ইউপির বিদ্যুৎ দফতরের কাছে নির্দেশ জারি হয়েছে, অবিলম্বে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মৃতের পরিবারকে। রমনলালের স্ত্রী ও ৪ কন্যা এই বিষয়ে মামলা করার ৯ বছর পর আদালত এই রায় দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রমনলালের স্ত্রীকে ৩ লাখ টাকা এবং তাঁর ৪ কন্যার মধ্যে বাকি ৬ লাখ টাকা ভাগ করে দিতে হবে বিদ্যুৎ দফতরকে।
সূত্র- দ্য ভারত এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষকের থেকে লুট: ১২ সেপ্টেম্বর

