জয় কিষাণ: ৩০ সেপ্টেম্বর

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

কংগ্রেস ক্ষমতায় এলে এমএসপি নিশ্চিত করবে, আশ্বাস রাহুলের

কংগ্রেসের উদ্যোগে এবং স্বরাজ ইন্ডিয়ার মতো রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন সমূহের সক্রিয় অংশগ্রহণে কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীর অভিমুখে ভারত জোড়ো যাত্রা অগ্রসর হচ্ছে। তামিলনাড়ু ও তারপর কেরল অতিক্রম করেছে এই ঐতিহাসিক পদযাত্রা। এতে সক্রিয়ভাবে অংশ নিয়ে রাহুল গান্ধি সম্প্রতি কেরলের মাটিতে ঘোষণা করেন, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পুণরায় ক্ষমতায় এলে কৃষকদের জন্য ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিত করবে। এর জন্য আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানিয়েছেন। নির্বিচারে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধেও রাহুল তাঁর অবস্থান স্পশট করেছেন। কংগ্রেস বর্তমান কেন্দ্রীয় শাসক দল বিজেপির কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে প্রতিবাদ চালিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র- দ্য হিন্দু

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

পাঞ্জাব সরকার কৃষকদের জন্য বরাদ্দ অর্থ বিজ্ঞাপনে ব্যয় করছে, অভিযোগ সুখবীর সিং বাদলের

কৃষকের জন্য বরাদ্দ অর্থ বিভিন্ন রাজ্যে আম আদমি পার্টির বিজ্ঞাপনে খরচ করছে পাঞ্জাব সরকার। সম্প্রতি এমনই গুরুতর অভিযোগ করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান এবং আপ সরকারকে ‘কৃষক বিরোধী এবং শিল্প বিরোধী’ বলেও আক্রমণ করেছেন সুখবীর সিং বাদল। তাঁর অভিযোগ, গুজরাত, হিমাচল প্রদেশ এবং তামিলনাডুতে আপ-এর কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং বিজ্ঞাপনী প্রচারের জন্য পাবলিক তহবিল থেকে ৭০০ কোটি টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, লাম্পি নামক বিশেষ ধরণের এক চর্মরোগে গবাদী পশু উজাড় হয়ে গেলেও তা প্রতিহত করতে পাঞ্জাব সরকার যথেষ্ট তৎপর নয় এবং জন্য কোনোরকম ক্ষতিপূরণও দেওয়া হয় নি।  

সূত্র-হিন্দুস্তান টাইমস

বিশদে পড়তে এখান ক্লিক করুন

কাসগঞ্জ সংঘর্ষ: পুলিশ ও বিজেপি নেতার বিরুদ্ধে পালটা এফআইআর-এর দাবি কৃষক সংগঠনের

পুলিশ আধিকারিকের ঘুষ চাওয়ার ঘটনায় উত্তরপ্রদেশের কাসগঞ্জ কোতয়ালি থানায় প্রতিবাদ  জানাতে গেছিলেন কৃষকরা। কিন্তু পুলিশ উলটে প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভারতীয় কিষাণ ইউনিয়ন-স্বরাজের ৫১ জন কর্মী-সমর্থক এবং ১৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে গ্রেফতার করে। ভাঙচুর, অশান্তি ছড়ানো, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়। এবার বিকেইউ-স্বরাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতা ও এক পুলিশ আধিকারিকের মদতে আলো নিভিয়ে পুলিশ প্রশাসন ও বিজেপির লুম্পেন কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং মিথ্যেভাবে হামলার দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর। কাসগঞ্জের মুখ্য চিকিৎসা আধিকারিক প্রায় চার ডজন মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই অভিযোগে নতুন করে এফআইআর দায়ের করার দাবি জানানো হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-স্বরাজের তরফে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বাড়ানো হবে আখের দাম, মন্ত্রীর আশ্বাস পেয়ে কৃষক সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার

পাঞ্জাবের ৩১টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাঞ্জাবের কৃষিমন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল প্রতি কুইন্টাল আখের দাম ৪০০ টাকা ধার্য করার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস পেয়েই আগামী ৩ অক্টোবর ধানওয়ালী হাইওয়েতে ২৪ ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন কৃষক সংগঠনগুলো। পাঞ্জাবের কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর পাঞ্জাবের বিধানসভা ভবনে মুক্যমন্ত্রী সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। প্রসঙ্গত, বর্তমানে প্রতি কুইন্টাল আখের দাম ৩৬০ টাকা। কৃষক সংগঠনগুলোর দাবি ছিল, এই দাম বৃদ্ধি করে কুইন্টাল প্রতি ৪৫০ টাকা করতে হবে। শেষমেশ মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে প্রতি কুইন্টাল আখের দাম ৪০০ টাকা ধার্য করা হবে। আপাতত সরকারের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ২৯ সেপ্টেম্বর

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *