জয় কিষাণ: ২৮ অক্টোবর ২০২২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 5

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কৃষক অবস্থান ১৮ দিনে পড়ল

একদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে হিমাচল প্রদেশে কৃষি সংক্রান্ত সংস্কারের দাবি করল আম আদমি পার্টি। অন্যদিকে আম আদমি পার্টির নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির সামনে কৃষক বিক্ষোভ গত বুধবার ১৮ দিনে পা দিয়েছে।  যদিও কৃষকদের প্রতি পাঞ্জাব সরকারের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়েনি বলেই অভিযোগ কৃষকদের।

উল্লেখ্য, ভারতীয় কিষাণ ইউনিয়নের (উগ্রাহান) সংগঠিত এই অবস্থান পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গত ৯ অক্টোবর থেকে চলছে। বিকেইউ (উগ্রাহান)-এর রাজ্য় সাধারণ সম্পাদক শিঙ্গারা সিং মান দাবি করেন এখনও অবধি প্রতিবাদের জায়গায় দুজন কৃষক মারা গেছেন – একজন গুরচরণ সিং (৬৫) যিনি ১৩ অক্টোবর সাপের কামড়ে মারা গিয়েছিলেন, আর সাঙ্গুরের আকাই গ্রামের কর্নাইল সিং আকাই (৭৫) ২১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃতদেহগুলি পাতিয়ালার রাজিন্দ্র মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং যতক্ষণ না সরকার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি সরকারি চাকরি এবং কৃষকদের পরিবারের জন্য ঋণ মুকুবের ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত তাঁদের শব দাহ করা হবে না। কিন্তু, আশ্চর্যজনকভাবে, পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন


কৃষকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হল গুজরাত সরকার

কৃষক বিরোধী হিসেবে কুখ্যাত কেন্দ্রের বিজেপি সরকার। গুজরাতের বিজেপি সরকারও এর ব্যতিক্রম নয়। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত গুজরাতের কৃষকরা। এই কারণে ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন কৃষকেরা। প্রথম দিকে কৃষকদের এই দাবি উপেক্ষা করছিল গুজরাত সরকার। কিন্তু তার জেরে গুজরাতে ক্রমশই কোণঠাসা হচ্ছিল বিজেপি। আর তাই  এইবার মুখরক্ষায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃষকদের জন্য ৬৩০ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে বাধ্য হল গুজরাতের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে গুজরাত সরকারের ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন গুজরাতে কৃষক বিক্ষোভ চরমে পৌঁছেছে আর তাই রাজ্য সরকার মুখ রক্ষার তাগিদে এই ক্ষতিপূরণের ঘোষণা করে ভোট বৈতরণী পার হতে চাইছে।

প্রসঙ্গত, এবছর বর্ষায় অতিবৃষ্টির কারণে গুজরাটে ফসলের ক্ষতি হয়। ক্ষতির মূল্যায়নে রাজ্য সরকারের তত্ত্বাবধানে ১৪টি জেলায় সমীক্ষা চালানো হয়। এই জেলাগুলো হল, ছোটাউদেপুর, নর্মদা, পঞ্চমহল, নবসারি, ভালসাদ, ডাং, তাপি, সুরাট, কচ্ছ, জুনাগড়, মরবি, পোরবন্দর, আনন্দ ও খেদা। কৃষকদের ক্ষোভ প্রশমনে এই সমীক্ষার ওপর ভিত্তি করে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।  

সূত্র- এনডিটিভি

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের মৃত্যুর জেরে বিক্ষোভ পাঞ্জাবের পাতিয়ালায়

মঙ্গলবার রাতে পাঞ্জাবের পাতিয়ালা-রাজপুরা হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যুর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ল। মৃত কৃষকের নাম রচপাল সিং।

মঙ্গলবার সন্ধ্যায়  তাঁর গ্রামে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কৃষকের আত্মীয় মাখন সিং বলেছেন, “পাঞ্জাব মাণ্ডি বোর্ডের আধিকারিকদের নির্দেশে পাতিয়ালা-রাজপুরা সড়কটি খোঁড়াখুড়ির ফলে পরিত্যক্ত হয়ে পড়েছে। লোহার রডগুলো খোলা জায়গায় ছড়িয়ে রয়েছে। এর আগেও সেখানে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতরাতে আমার ভাগ্নে, তাঁর মোটর সাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন। ওইসময় রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

এরপরেই কৃষক ও স্থানীয় গ্রামবাসীরা তাঁর মরদেহ সড়কে ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতের স্ত্রীকে সরকারি চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভের ফলে বিকেল পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রশাসনের তরফে জানান হয়েছে, এটা নিছক একটা সড়ক দুর্ঘটনা। ক্ষতিপূরণ বা চাকরি দেওয়ার বিষয়টির ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

মহারাষ্ট্রে ট্র্যাক্টর দুর্ঘটনায় কৃষক দম্পতির মৃত্যু

ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার মহারাষ্ট্রে বিজয়পুর জেলার ধুলখেদের কাছে একজন কৃষক এবং তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হলেন। নিহতদের নাম শিবাপুত্র শিন্ডে (৫০) এবং সুমিত্রা শিন্ডে (৪৫)। নিহতরা বেলাগাভি জেলার আথানিতে তাঁদের ক্ষেত থেকে বিজয়পুরার একটি কারখানায় আখ নিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাঁদের ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় জড়িত সেই ভ্যানের নয়জন আহত হয়েছেন। আহতদের সোলাপুরে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র- দ্য হিন্দু

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

উত্তরপ্রদেশের বুলন্দশহরে কৃষকের মৃত্যু ঘিরে উত্তেজনা

গত মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিখেরা জেলায় পাগলা ষাঁড়ের আক্রমনে এক কৃষকের  মৃত্যু হল। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে কৃষকদের মধ্যে।

নিহত কৃষকের নাম মনোজ কুমার। তিনি গত মঙ্গলবার গ্রামের কাছে ক্ষেতে গবাদি পশুর জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অন্যান্য গরু ও মোষকে চরে বেড়াতে দেখে হতবাক হয়ে যান। ঐ পশুদের তাড়িয়ে দিতে যান, এমন সময় ষাঁড়টি তাঁকে আক্রমণ করে।  ঐ কৃষকের চিৎকার শুনে আশেপাশের ক্ষেত থেকে অন্যান্য কৃষকেরা দৌড়ে আসেন এবং গুরুতর আহত মনোজকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধের দায়িত্ব জেলা আধিকারিকদের। গ্রামবাসীরা জেলা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এমন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন

সূত্র- হিন্দুস্তান টাইমস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *