অতিবৃষ্টির জের! বিপাকে কৃষকরা

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে নতুন করে বৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। “অবিরাম বৃষ্টি ইতিমধ্যে গমের ফলন প্রতি একর ২৫-২৬ কুইন্টাল থেকে একর প্রতি ১৫-১৬ কুইন্টালে নেমে এসেছে। যদি আরও বৃষ্টি হয়, তাহলে একর প্রতি ফলন ১০ কুইন্টালে নেমে আসবে” এমনটাই আশঙ্কা করছেন পাঞ্জাবের কৃষকদের একাংশ। এক সপ্তাহ আগে বৃষ্টিতে জেলার বড় বড় কৃষি জমিতে বিরূপ প্রভাব পড়েছিল।
বৃহস্পতিবার রাতে ঝড়ো হাওয়ায় বেশ কিছু এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।কৃষকরা বলেছেন যে এক রাতে বেশি বৃষ্টি হলে তাঁদের ক্ষেতে গমের ফলন অর্ধেক হয়ে যাবে এবং ফসল কাটা এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত ঠেলে দেবে।
বাঘের আক্রমণে নিহত কৃষক

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার লখনউ বেলরায়ান রেঞ্জের মাঞ্জরা পুরব বনের কাছে বাঘের আক্রমণে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে গত নয় মাসে এলাকায় এই প্রথম মানব-প্রাণী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর বি প্রভাকর বলেছেন যে, বৃহস্পতিবারের ঘটনায় প্রয়াত ওই কৃষকের নাম প্রীতম সিং, যিনি টিকুনিয়া থানা সীমানার অন্তর্গত বাবাপুরওয়া গ্রামের একজন গম চাষি, যিনি মোহনা নদীর কাছে ক্ষেতে কাজ করার সময় আক্রমণ করেছিলেন। রাতে স্থানীয়রা মৃতদেহটি আবিষ্কার ও উদ্ধার করে। তাঁরা বাঘ দেখার কথাও জানিয়েছেন। উঠছে নিরাপত্তার প্রশ্ন।
জমি নিয়ে বিবাদ! কৃষকদের লাঠিচার্জ কর্ণাটকে

বন ও গোমলা জমিতে নিজেদের অধিকার দাবি করে কৃষকরা বৃহস্পতিবার সন্ধ্যায় গুব্বি তালুকের গঙ্গাইয়াহনাপল্যা গ্রামে বন বিভাগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় এক কৃষক আহত হয়েছেন। তাঁদের ওপর লাঠিচার্জ করার অভিযোগে প্রায় ৫০ জন কৃষক পালটা বন কর্মীদের পাথর নিক্ষেপ করলে ঘটনা ব্যাপক উত্তেজনায় গড়ায়।
কর্ণাটক প্রান্থ রাইথা সংঘের (কেপিআরএস) সদস্যরা অভিযোগ করেছেন যে বন বিভাগের কর্মীরা একজন কৃষককে আক্রমণ করে, যার ফলে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। কোরাটাগেরের একজন বনরক্ষী দেবেন্দ্রকেও মাথায় আঘাতের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
একটানা বৃষ্টিতে নষ্ট বহু ফসল, একধাক্কায় অনেকটাই বাড়বে সবজি ও আলুর দাম

নিজস্ব সংবাদদাতা: মরশুমি বৃষ্টিপাতের জেরে ক্ষতির মুখে চাষিদের একাংশ। বৃষ্টিতে নষ্ট হয়েছে বহু ফসল। কাজেই ঘুরেফিরে আসছে একটাই প্রশ্ন, তবে কি এবার বাজারে সবজির দাম হুহু করে বাড়বে?
সবজি বিক্রেতাদের কথায়, ” সবজির জোগান কমলে দাম বাড়তে চলেছে বিভিন্ন সবজির।” স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! ফের সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠবে! ইতিমধ্যেই বাজারে কাঁচামাল এবং সবজির জোগান কিছুটা হলেও কমে এসেছে।
কৃষকের থেকে লুট: ৩১ মার্চ ২০২৩
