কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে দিতে হবে কাটমানি , দুর্দশায় কৃষকদের পরিবার

কাটমানির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত ২২ কৃষকের পরিবার। রাজ্যে গত লোকসভা ভোটের আগে রাজ্য সরকার যে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্পের টাকা পেতে গেলে দিতে হবে কাটমানি । এই প্রকল্প অনুসারে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে সরকারের তরফ থেকে মৃত কৃষকের পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে । তাঁদের অভিযোগ, টাকা দেওয়ার নাম করে তাঁদের থেকে ৪০ শতাংশ টাকা অগ্রিম চাওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে করা হল জনস্বার্থ মামলা। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চয়ের তরফ থেকে জানানো হয়, সোমবার এই অভিযোগটি নিয়ে তাঁরা বিবেচনা করবেন ।
সূত্র – হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কর্ণাটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

রবিবার কর্ণাটকের মাইসুরু জেলার টি নারাসিপুর তালুকের নীলাসোগে গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলে-সহ ৩ কৃষকের মর্মান্তিক মৃত্যু হল। মৃতদের নাম রাচে গৌড়া (৬০), হরিশ (৩৩) ও মহাদেবস্বামী (৩৮)। পুলিশ সূত্রের খবর, অনুযায়ী এদিন সকালে কৃষিকাজের জন্য মাঠে গিয়েছিলেন রাচে গৌড়া। সেখানে চাষের মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে লেগে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। বাবাকে এভাবে পড়ে যেতে দেখে তাঁর ছেলে মহাদেব স্বামী বাঁচাতে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। তাঁদের বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন হরিশও। এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই ঘটনার খবর পেলেও তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছননি। টি নারাসিপুর পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র- লেটেস্ট লি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ন্যায্য পারিশ্রমিকের দাবিতে পুনের আখ চাষিদের বিক্ষোভ

ন্যায্য পারিশ্রমিকের দাবিতে সোমবার মহারাষ্ট্রের পুনেতে আখ চাষিরা বিক্ষোভে শামিল হলেন। সোমবার তাঁরা এই দাবিতে স্বাভিমানী কৃষক সংগঠনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেন, যার নেতৃত্ব দেন কৃষক নেতা রাজু শেট্টি । ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি চিনিকলগুলোতে চিনি পরিমাপের জন্য ডিজিটাল তুলা যন্ত্র চালু করা ও চিনির জন্য টন প্রতি ৩৫০ টাকা দাবি করা হয় এই মিছিল থেকে। প্রাক্তন সাংসদ শেট্টি এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মিছিলে অংশগ্রহণকারী চাষিদের দাবিগুলি সম্পূর্ণ নৈতিক। সরকারের সদিচ্ছা থাকলেই এই দাবিগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে ।
সূত্র- রিপাবলিক ওয়ার্লড
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পোলবা দাদপুরে সংঘবদ্ধ কৃষকরা, একাধিক দাবিতে কৃষি অধিকর্তার কাছে দাবিসনদ পেশ করল জয় কিষাণ আন্দোলন

দীর্ঘদিন ধরেই হুগলির বিভিন্ন সমষ্টির মতোই পোলবা দাদপুরে আলু বীজ ও সারের কালোবাজারি চলছে ৷ সার ও বীজ কোনোরকম এমআরপি ছাড়াই ইচ্ছেমতো চড়া দামে চাষিদের বিক্রি করা হচ্ছে৷ সারের সঙ্গে ট্যাগিং করে সারের আনুষাঙ্গিক হিসেবে বিক্রি করা হচ্ছে বেশ কিছু অপ্রয়োজনীয় পণ্য৷ সেগুলোও কৃষকদের কিনতে বাধ্য করা হচ্ছে৷ এছাড়াও মান্ডিতে কৃষকদের থেকে ধান কেনার নামে কুইন্টাল প্রতি অতিরিক্ত ৭ কেজি ধান বিনামূল্যে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। চড়া হারে ফসল বিমার অর্থ নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। চলছে কৃষককে লুট করার কাজ৷ এই বিষয়গুলো যাতে বন্ধ হয়, কালোবাজারিতে যাতে প্রতিহত হয়, অপ্রয়োজনীয় দ্রব্য যাতে সারের সঙ্গে কৃষককে কিনতে বাধ্য না করা হয়, বীজ ও সারের নির্দিষ্ট এমআরপি যাতে প্রশাসনিকভাবে বেঁধে দেওয়া হয়, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান সংগ্রহের পরিমাণ ৭ কেজির বদলে যাতে ২ কেজিতে নামিয়ে আনা হয় এবং ফসলবিমার নামে চড়া হারে কৃষকের থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করে ন্যায্য হারে ফসল বিমার অঙ্ক ধার্য হয় আর তার ভিত্তিতে কৃষকেরা যাতে উপযুক্ত ক্লেইম পেতে পারেন — এইসব দাবিকে সামনে রেখে পোলবা দাদপুরের কৃষকেরা বাইক মিছিল করে সহ কৃষি অধিকর্তার কাছে গিয়ে দাবিসনদপত্র পেশ করলেন ‘জয় কিষাণ আন্দোলন’-এর হুগলি জেলা কমিটির নেতৃত্বে৷
এই সমস্ত দাবির পাশাপাশি ফসল কাটার যন্ত্রের সঠিক মূল্য নির্ধারণ, সকল ফসলের উপযুক্ত ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং কৃষিকাজের পাম্প চালানোর জন্য বিদ্যুতের মাশুল কম করার মতো আরও বেশ কিছু দাবির কথা দাবিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল৷
এই সকল দাবিগুলোকে সামনে রেখে এদিন দুপুরে জয় কিষাণ আন্দোলনের ডাকে হুগলির পোলবা দাদপুরের সুদর্শন মোড় থেকে ৫০ জন কৃষক বাইক র্যালি করে সহ কৃষি অধিকর্তার কাছে পৌঁছিয়ে দাবিসনদপত্র প্রদান করেন৷ পুরোভাগে ছিলেন জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহ কৃষি অধিকর্তার তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যাতে বিষয়গুলোর নিষ্পত্তি হয় সেটা প্রশাসনের তরফে দেখা হচ্ছে। সুশান্ত কাঁড়ি এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের এই ন্যায্য দাবিপূরণ না হলে প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আগামী বুধবার থেকে পোলবা দাদপুর ব্লক জুড়ে লাগাতার পথসভা কর্মসূচি নিচ্ছে জয় কিষাণ আন্দোলন।
এবারের পঞ্চায়েত ভোটে কৃষকের দাবিদাওয়াই বড় ফ্যাক্টর হতে চলেছে পশ্চিমবঙ্গে

পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। যদিও এখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তবুও বিরোধীরা এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য। এবারের পঞ্চায়েত ভোট গুরুত্বপূর্ণ কারণ এবার কৃষকদের দাবিদাওয়াই মূল ইস্যু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এমনটাই মনে করছে কৃষক সংগঠনগুলো।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষক আন্দোলনের অভিমুখ নিয়ে কথোপকথনে অভীক সাহা এবং হান্নান মোল্লা – দেখুন ভিডিও

আগামী ২৬ নভেম্বর কৃষকদের ‘রাজভবন চলো’র ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। মূলত কৃষকদের দাবি দাওয়া নিয়ে এই কর্মসূচি পালিত হবে। সেই উপলক্ষ্যে অনলাইন আলোচনায় মুখোমুখি অখিল ভারতীয় কিষাণ সভার নেতা হান্নান মোল্লা এবং জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন