কৃষকদের বকেয়া দাবিগুলো পূরণ করার দাবিতে বিক্ষোভে নামল সারা ভারত কিষাণ কংগ্রেস

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্য-সহ কৃষকদের বকেয়া দাবিগুলো পূরণ করতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল সর্বভারতীয় কিষাণ কংগ্রেস। আগামী ৯ ডিসেম্বর দিল্লির যন্তরমন্তরে দিনব্যাপী বিক্ষোভ করতে চলেছে তারা।
সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান এবং বিধায়ক সুখপাল সিং খাইরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃষকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো যাতে অবিলম্বে পূরণ করা হয়, সেই বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে কিষাণ কংগ্রেস। তিনি আরও বলেন, তিনটি কৃষক বিরোধী আইন প্রত্যাহারের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনোরকম পদক্ষেপ করেনি।
সূত্র- দ্য স্টেটসম্যান
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
জমি অধিগ্রহণের প্রতিবাদে তেলেঙ্গানায় কৃষকের আত্মহত্যা

তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় সোমবার কৃষকদের জমি অধিগ্রহণ করার প্রতিবাদে এক কৃষক মোবাইল টাওয়ার থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। আত্মঘাতী কৃষকের নাম পুট্টা আঞ্জানেয়ুলু। কৃষকদের অভিযোগ, তেলেঙ্গানা রাজ্য সরকার একটি খাল নির্মাণের জন্য কৃষকদের নগন্য ক্ষতিপূরণ দিয়ে কৃষিজমি অধিগ্রহণ করেছে। তার প্রতিবাদেই পুত্তা আঞ্জানেয়ুলু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
তিনি সোমবার আত্মহত্যার উদ্দেশ্যে মেনগারাম গ্রামের একটি মোবাইল টাওয়ারের ওপর ওঠেন। তাঁর পরিবার, এলাকাবাসী ও পুলিশ তাঁকে আত্মহত্যায় নিরুৎসাহিত করার চেষ্টা করলেও তিনি শেষপর্যন্ত আত্মহত্যা করেন। মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সূত্র- ডেকান ক্রনিক্যাল
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ফসল বিমার উপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে কৃষকদের বিক্ষোভ অব্যাহত

চলতি বছরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে মহারাষ্ট্রে। এবছরের সেপ্টেম্বরে ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের ধসালা গ্রামের কৃষকদের ব্যাপক হারে ফসল নষ্ট হওয়ার খবর এসেছে। এর ফলে কৃষকরা প্রায় বাধ্য হয়ে কৃষি বিমা করছেন।
কিন্তু তাঁদের অভিযোগ, বেশিরভাগ কৃষকই অধিকাংশ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে যে ক্ষতিপূরণ পাচ্ছেন তা প্রয়োজন ও বিমামূল্যের তুলনায় যৎসামান্য। এ ব্যাপারে ক্ষুব্ধ মহারাষ্ট্রের কৃষকরা। সম্প্রতি, মহারাষ্ট্রের পারভানি জেলার কৃষক ক্রুষ্ণা রাউতের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বিমা থেকে মাত্র ১.৭৬ টাকা জমা হয়েছে। এই ঘটনার জেরে তৈরি হয়েছে বিতর্ক।
কিন্তু কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ বাবদ তাঁদের পাওয়া অর্থ হাস্যকর। কেন্দ্রীয় কৃষিমন্ত্রক কৃষকদের এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ফসলের বর্জ্য পোড়ানো থেকে বিরত করতে কৃষক সন্তানরা চিঠি লিখল বাবা-মাকে

পূর্ব বর্ধমানে ফসলের বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সচেতন করতে এবার পথে নামল ছাত্র-ছাত্রীরা। কৃষক বাবা-মাকে চিঠি পাঠাল স্কুল পড়ুয়ারা। কৃষক সন্তানের এহেন পরিবেশ সচেতনতায় মুগ্ধ গ্রামবাসী-সহ সাধারণ মানুষ। যদিও এ ব্যাপারে কৃষক সংগঠনগুলি এটিও স্মরণ করাতে চায় ফসলের বর্জ্য নিষ্কাশনের দায়িত্ব সম্পূর্ণ ভাবেই প্রশাসনের। প্রশাসন এ ব্যাপারে দায় এড়িয়ে যায় বলেই চাষিরা খড় পোড়াতে বাধ্য হচ্ছেন। প্রশাসন শুধু ফসলের বর্জ্য পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেই খালাস। আর তাই জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করেই লাগাতার জমির ধান কাটার পর ফসলের বর্জ্য পোড়াচ্ছিলেন চাষিরা। এর ফলে এক প্রবীণ কৃষক পুড়ে মারা পর্যন্ত যান। তবে তারপরেও কয়েকজন চাষি সচেতন হননি। তাই কৃষকদের সচেতন করতে এবার আসরে নামল তাঁদেরই সন্তান-সন্ততিরা।
সূত্র – নিউজ ১৮ বাংলা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষকের থেকে লুট: ৬ ডিসেম্বর ২০২২

