নির্বাচনের আগে কৃষকদের ক্ষোভ বাড়ছে গুজরাতে

ফসলের ন্যূনতম মূল্য গুজরাতে বাজারমূল্যের থেকেও কম। দীর্ঘদিন ধরে কৃষকরা বিক্ষোভ চালিয়েছেন। সরকারের টনক নড়েনি। সেরাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে চাষিদের সমস্যা বড়রকম প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কৃষকরা অভিযোগ করেছেন, ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর থেকে বীজবিক্রেতারা সহজেই অল্প জমি এবং কম অর্থ দিয়ে ছোট কৃষকদের বোকা বানিয়েছে। ছোট কৃষকরা কর ব্যবস্থা বোঝেন না। ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে।
গুজরাত সরকার কৃষকদের দ্বিগুণ আয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং ড্রিপ ইরিগেশনের বিজ্ঞাপন দিয়েছিল। সেগুলো এখনও পূরণ না হওয়ায় চাষিদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার দিকে এগিয়ে চলেছে।
সূত্র – নিউজ ক্লিক
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সাঙ্গরুরে কৃষক বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে

বিকেইউ (উগ্রাহন) মহিলা শাখার ব্যানারে গ্রামীণ এলাকার মেয়েরা কৃষকদের অমীমাংসিত দাবি নিয়ে ভবিষ্যতে সমস্ত প্রতিবাদে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর ঘোষণা করেছেন। ১৩টি গ্রামের এক সভায় তাঁরা আগামী দিনে কৃষকদের সমস্ত আন্দোলনের জন্য সর্বাধিক সমর্থক জোগাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা অভিযোগ করেন যে কেন্দ্র ও রাজ্যের সরকার কৃষকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলি উপেক্ষা করেছে এবং তাঁদের আন্দোলন শুরু করতে বাধ্য করেছে
কর্মজিৎ কৌর নামের এক বিক্ষোভকারী বলেন, “নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল কৃষকদের বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু সরকার গঠনের পরে, কেউ আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলিকে গুরুত্ব দেয় না। বর্তমান পাঞ্জাব সরকারও একই রকম। কারণ এই সরকারের নেতারা তাদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেছে।”
সূত্র – ট্রিবিউন ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ছবিতে ‘রাজভবন অভিযান কর্মসূচি’: ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও রাজস্থান

সংযুক্ত কিষাণ মোর্চার দ্বিতীয় পর্যায়ের আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে গত ২৬ নভেম্বর গোটা দেশে ‘রাজভবন চলো’ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা ফটো ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে ঐতিহাসিক রাজভবন অভিযান কর্মসূচির ছবি ও সেই সংক্রান্ত তথ্যালাপ তুলে ধরছি। তৃতীয় পর্বে থাকছে ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও রাজস্থান।
বিশদে দেখতে এখানে ক্লিক করুন