জয় কিষাণ: ২২ নভেম্বর ২০২২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

কৃষক আন্দোলনে শহিদদের পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি, তোপ রাহুল গান্ধির

দিল্লির কৃষক আন্দোলন নিয়ে আবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। শনিবার হিন্দিতে একটি ট্যুইটে তিনি লেখেন, আন্দোলনের সময় ৭০০ জনেরও বেশি চাষি মারা গেলেও তাঁদের পরিবার এখনও কোনও ক্ষতিপূরণ পায়নি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “শ্রদ্ধা কেবল নিজের ২-৩ জন বন্ধুর জন্য”।

তিনি আরও লিখেছেন, “৭৩৩ জন কৃষক শহিদ হয়েছেন। সত্যাগ্রহের শক্তির সামনে মাথা নত করতে হয়েছে ‘মাফিবীর’কে। কিন্তু উদ্দেশ্য বদলায়নি!”

গত শনিবার সারা পৃথিবী জুড়ে ‘কিষাণ বিজয় দিবস’ বা ‘ফতেহ দিবস’ উদযাপন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। টানা ৩৮৩ দিন এসকেএম-এর নেতৃত্বে আন্দোলন চালিয়ে ভারতের কৃষকেরা গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৯ নভেম্বর মোদি সরকারকে ৩টি কালা কৃষি আইন রদ করতে বাধ্য করেছিল। দেশের পাশাপাশি এ রাজ্যের প্রতিটি গ্রামে ও শহরে কৃষকরা/সমর্থকরা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিজয় উৎসব করেন, বিতরণ করা হয় মিষ্টান্ন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইট করেন যে ভারত জোড়ো যাত্রা দিল্লির কৃষক আন্দোলনের সময় নিহত চাষিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করেছে।

সূত্র – বিজনেস স্ট্যান্ডার্ড

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

আজ থেকে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর বাসভবনে চাষিদের বিক্ষোভ

আখের এফআরপি (Fair and Remunerative Price) বৃদ্ধির দাবিতে কৃষকরা সোমবার থেকে বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করবেন।

শুক্রবার মহীশূরে জলদর্শিনী গেস্ট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে কর্ণাটক রাজ্য আখ চাষি সমিতির সভাপতি কুরুবুর শান্তকুমার বলেন যে আখ চাষিদের সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়ে এর আগে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এমনকি চিনি মন্ত্রীও ২০ নভেম্বরের মধ্যে কৃষকদের এফআরপি নিয়ে ‘মিষ্টি খবর’ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপর থেকে এফআরপি বৃদ্ধির বিষয়ে উল্লেখযোগ্য কিছুই হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করা ছাড়া আখ চাষিদের আর কোনো উপায় নেই।

সূত্র – স্টার অফ মাইসোর

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বিজেপি-জেজেপি সরকার হরিয়ানাকে ঋণের ফাঁদে জড়িয়ে দিয়েছে, বললেন ভূপিন্দর সিং হুডা

ক্ষমতাসীন বিজেপি-জেজেপি জোট সরকারের ‘ভুল নীতি’কে তুলোধোনা করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা। তিনি বলেন, সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে মোট ঋণ ৩১১৭৭৯ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। হরিয়ানার প্রতি পরিবার পিছু ৬০০০০০ টাকা ঋণ রয়েছে। সরকার রাজ্যকে যথাযথ খরচের হিসেব দিচ্ছে না। এদিকে বিজেপি-জেজিপি সরকার কোটি কোটি টাকা ঋণ নিয়েছে।

হুডা কৃষকদের পাশে থাকার বার্তা দেন এবং তাঁদের দাবিগুলোকে সমর্থন জানান। কেন্দ্রের কৃষক আইনের বিরুদ্ধে তিনি সোচ্চার হন। কৃষকদের পাশে থেকে জানান তাঁদের বিরুদ্ধে সকল পুলিশি মামলা সরকারের অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তিনি আরও বলেন, হরিয়ানায় বেকারত্ব শীর্ষে রয়েছে। সরকার শিক্ষার্থীদের কথা কর্ণপাত করছে না। সরকার যুবকদের জন্য উদ্বিগ্ন নয়। সরকারি পদগুলো শূন্য রয়েছে। আসলে এই জোট সরকার রাজ্যবাসীকে ধোঁকা দিয়ে চলেছে।

সূত্র – হিন্দু

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

২৬ নভেম্বর পাঞ্জাবে ৩৩টি কৃষক সংগঠনের যৌথভাবে ‘রাজভবন চলো’ অভিযান

ইউনিয়ন সরকারের তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের বর্ষপূর্তিতে সম্প্রতি ‘ফতেহ দিবস’ পালন করলেন সমগ্র দেশের কৃষক সম্প্রদায়। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি। এই তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের আইনি স্বীকৃতির দাবি-সহ মোট ৭ দফা দাবিতে কৃষক সংগঠনগুলি ২৬ নভেম্বর গোটা দেশ জুড়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছে।

সেই উপলক্ষ্যে সংযুক্ত কিষাণ মোর্চা দিল্লির কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে পাঞ্জাবের মোহালি থেকে রাজভবন পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজন করেছে। শনিবার পাঞ্জাবের লুধিয়ানায় ভারতীয় কিষাণ মোর্চার অফিসে একটি বৈঠক শেষে এ কথা জানান কৃষক নেতা দর্শন পাল, যোগিন্দর সিং উগ্রাহান-সহ সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা।

প্রথমে বিকেইউ (উগ্রাহান) ‘রাজভবন অভিযান’-এ অংশগ্রহণ করবে কিনা সে ব্যপারে ধোঁয়াশা থাকলেও এদিনের বৈঠকের পরে জানা গেছে বিকেইউ (উগ্রাহান)-সহ ৩৩টি কৃষক সংগঠনের সদস্যরা মোহালির গুরুদ্বার শ্রী আম্ব সাহেবে জড়ো হবে এবং ২৬ নভেম্বর সেখানে একটি সমাবেশ করবে এবং মোহালি থেকে একটি পদযাত্রা করবে। পাঞ্জাব রাজভবনে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হবে।  

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ১৯ নভেম্বর ২০২২

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *