জয় কিষাণ: ১ ডিসেম্বর ২০২২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 3

কৃষকদের ‘রাজভবন চলো’ কর্মসূচি, পর্ব-১, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব

সংযুক্ত কিষাণ মোর্চার দ্বিতীয় পর্যায়ের আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে গত ২৬ নভেম্বর গোটা দেশে ‘রাজভবন চলো’ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা ফটো ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে ঐতিহাসিক রাজভবন অভিযানের ছবি ও সেই সংক্রান্ত তথ্যালাপ তুলে ধরছি। প্রথম পর্বে থাকছে বাংলা ও পাঞ্জাব।

বিশদে দেখতে এখানে ক্লিক করুন

চাষিদের থেকে জোর করে বিদ্যুৎ মাশুল আদায়ের প্রতিবাদে শিবসেনার চাক্কা জ্যামের কর্মসূচি

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কৃষকদের কাছ থেকে জোর করে বিদ্যুৎ মাশুল সংগ্রহের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিল শিবসেনা। মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলের নেতা অম্বাদাস দানভে এক টুইট বার্তায় এই প্রতিবাদ কর্মসূচির কথা জানিয়েছেন।

এই শিবসেনা নেতা বলেন, ১ ডিসেম্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কৃষকদের কাছ থেকে জোরপূর্বক বিদ্যুৎ মাশুল সংগ্রহ এবং বিমা সংস্থাগুলির নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করবে।  

জানা গেছে, ইসারওয়াড়ি (গঙ্গাপুর), শিউর বাংলা (ভৈজাপুর), পিশোর নাকা (কান্নড়), সহ্যাদ্রি হোটেল (পৈথান), আম্বেদকর চক (সিল্লোদ), টি পয়েন্ট (ফুলমব্রি), খুলতাবাদ, কারমাদ (ঔরঙ্গাবাদ) এই জায়গাগুলিতে  ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সূত্র- প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

হিন্দি আগ্রাসনের প্রতিবাদে তামিলনাডুর কৃষকের আত্মহত্যা

হিন্দি-হিন্দু-হিন্দুস্তান এই স্লোগানের কাণ্ডারী মোদি সরকারের আমলে আরেক কৃষকের আত্মহত্যার ঘটনা সামনে এল। হিন্দি আধিপত্যের বিরুদ্ধে শনিবার সকাল ১১টা নাগাদ ঐ কৃষকের আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মঘাতী কৃষকের নাম থাঙ্গাভেল (৮৫) । তিনি তামিলনাড়ু সালেম জেলার বাসিন্দা। ডিএমকে হাউসের সামনে এই ঘটনাটি ঘটে। সেখানে দেখা যায় যে তিনি নিজের গায়ে আচমকা পেট্রোল ঢেলে দেন। তারপর গায়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রসঙ্গত, গেরুয়া সরকারের শিক্ষানীতি হিন্দি আগ্রাসনের অন্যতম হাতিয়ার বলে অভিযোগ দেশের অহিন্দি রাজ্যগুলোর। সম্প্রতি কেন্দ্রের একটি সংসদীয় প্যানেল থেকে বলা হয়েছে, টেকনিক্যাল হোক কিংবা নন-টেকনিক্যাল, আইআইটির মতো করে করে গোটা দেশে উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হবে হিন্দি।

আত্মঘাতী কৃষক তামিলনাড়ুর ডিএমকে দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। শিক্ষার প্রধান মাধ্যম হিসেবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় তিনি বরাবর সক্রিয় ছিলেন। মোদি সরকারের হিন্দি আগ্রাসন তাঁকে এই ঘটনা ঘটাতে বাধ্য করেছে বলে জানা গেছে।   

সূত্র- ওয়ান ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বিধানসভার অধিবেশন শুরুর আগে ওড়িশায় সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ

কৃষকদের প্রতি মোদি সরকারের প্রতারণা নীতির বিরুদ্ধে ওড়িশা বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে শনিবার সংযুক্ত কিষাণ মোর্চার ওড়িশা রাজ্য কমিটি ফের প্রতিবাদ কর্মসূচিতে শামিল হল। ২৬ নভেম্বর গোটা দেশে মোর্চার যে রাজভবন অভিযান ছিল, তার সূত্র ধরেই এই কর্মসূচি। এই বিক্ষোভে ওড়িশার কৃষকদের ধান সরকারি মাণ্ডির মাধ্যমে সংগ্রহের দাবিও তোলা হয়েছে।

সূত্র- দ্য পাইওনিয়ার

বিশদে পড়তে এখানে ক্লিক করুন



ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *