জমি মাফিয়াদের বিরুদ্ধে এআইকেএমএস-এর বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: AIKMS-এর নেতৃত্বে, গঙ্গার ধারের গ্রামের কয়েকশো দরিদ্র কৃষক আজ কৌশাম্বীর পিএস সন্দীপন ঘাটের নীচে মানঝানপুরে বিক্ষোভ করেছে। দরিদ্ররা অভিযোগ করেছে যে চাইল তহসিল প্রশাসন এই গ্রামের দরিদ্রদের পাট্টা জমির দখল দিতে ব্যর্থ হচ্ছে, অথচ ভূমি মাফিয়াদের এই মূল্যবান সম্পত্তিগুলি নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়া হয়েছে।
তারা ১৪/১৫ সেপ্টেম্বর রাতে ৩ দলিত পাসি কৃষক, হোরি লাল, তার মেয়ে ব্রিজকালী এবং জামাই শিব শরণকে হত্যার ষড়যন্ত্রকারী রাজেন্দ্রকে গ্রেপ্তারের দাবিও তোলে।
দুর্যোগে দাম নেই ফসলে, নেই ক্ষতিপূরণের ব্যবস্থা! মাথায় হাত চাষিদের

নিজস্ব সংবাদদাতা: সদ্য জমি থেকে ওঠা ফুলকপি, বাঁধাকপি, গাজরের চাহিদা থাকে দুর্গাপুজোয়। ভোগের জন্যও নানা আনাজ কিনে নিয়ে যান অনেকে। কিন্তু দুর্যোগের কারণে এ বার আনাজের জোগানে টান থাকবে বলেও মনে করছেন জেলার চাষিরা। পূর্বস্থলীর দু’টি ব্লকে বহু চাষি এই সময় জলদি আনাজের চাষ করেন। খরচ কিছুটা বেশি হলেও দামও মেলে ভাল।
চাষিদের দাবি, মাস দুয়েক আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। কিন্তু দিন সাতেক ধরে ঝড়বৃষ্টি চলায় ভালই ক্ষতি হয়েছে চাষে। নিচু জমিগুলিতে জল জমে গিয়েছে। বিশ্বরম্ভা, সিহিপাড়া, ধিতপুর, দুবরাজপুর, দোঘরিয়া, সরডাঙার মতো বহু এলাকাতেই ছোট ছোট ফুলকপি, বাঁধাকপি পচতে শুরু করেছে। চাষিদের দাবি, মেঘ কেটে রোদের দেখা মিললেই জমিতে ছত্রাক ঘটিত রোগের হামলা দেখা দেবে। ফলে বাধ্য হয়েই ছোট ফুলকপি তুলে বিক্রি করে দিচ্ছেন তাঁরা। গুণগত মান কম হওয়ায় দরও মিলছে কম। এদিকে সরকারের কোনও ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়নি।
পাট চাষিদের নিয়ে আন্দোলনের কমিটি

পাট চাষিদের সমস্যা নিয়ে আন্দোলনের জন্য গড়ে তোলা হল নতুন কমিটি। এক কুইন্টাল পাটের ন্যূনতম সহায়ক মূল্য ১৩ হাজার টাকা করার দাবিতে আগামী ৯ অক্টোবর রাজ্য জুড়ে জেলাশাসক দফতরে বিক্ষোভ এবং কলকাতায় জেসিআই-এর সদর দফতরে বিক্ষোভের ডাক দিয়েছে ওই কমিটি।
রাজ্যের ১১টি জেলার পাঁচশোর বেশি পাট চাষির উপস্থিতিতে নদিয়ার দেবগ্রামে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল একটি কনভেনশনের। সেখানে মূল বক্তা ছিলেন কৃষক ও ক্ষেতমজুর সংগঠন এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিশদে পড়তে এখানে ক্লিক করুন