সমাবেশ কলকাতায়, একাধিক দাবিতে খেতমজুর ইউনিয়নের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা: সারা ভারত খেত মজুর ইউনিয়ন সোমবার, ২৫ সেপ্টেম্বর, সমাবেশের ডাক দিয়েছে কলকাতায় রানি রসমণি রোডে। দূরের বিভিন্ন জেলা থেকেই রওনা হয়েছেন সংগঠনের কর্মীরা। খেতমজুর ইউনিয়নের দাবি, রাজ্যে একশো দিনের মজুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মজুরি দিতে হবে। ১০০ দিনের কাজকে বছরে ২০০ দিন করতে হবে।
প্রত্যেক গরিব মানুষকে পাকা ছাদের বাড়ি দিতে হবে। ষাট বছরের বেশি প্রত্যেক শ্রমজীবীকে মাসিক ৩০০০ টাকা পেনশন দিতে হবে। সমাবেশের বক্তব্য রাখবেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ। সারা ভারত খেত মজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানান, জেলার বিভিন্ন স্টেশন থেকে বহু কর্মী রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে।
জলের তলায় হাজার বিঘা জমির ফসল, নিকাশি ব্যবস্থার দাবিতে অবরোধ চাষিদের

নিজস্ব সংবাদদাতা: তিনদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চাঁচল ১ ব্লকের একাধিক এলাকা। মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুরে প্রায় হাজার বিঘা জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। যার ফলে এলাকার পাঁচ শতাধিক চাষি সমস্যায় পড়েছেন। চাষবাস করেই তাঁদের সংসার চলে। কিন্তু চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত তাঁদের। সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ধান এবং রেশম চাষিরা।
এছাড়া বেশ কয়েক বিঘা সবজির জমিও জলের তলায়। প্রায় কোটি টাকার ফসল ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। রবিবার সকালে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত চাষিরা।
কর্পোরেটদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মোদী সরকার

নিজস্ব সংবাদদাতা: ব্লক এলাকার অন্তর্গত সুমেরা পঞ্চায়েতের হাবল্লীপুর গ্রামে অবস্থিত কমিউনিটি বিল্ডিং প্রাঙ্গণে অল ইন্ডিয়া কিষাণ মহাসভা-র মখদুমপুরের ব্লক স্তরের কৃষক সম্মেলন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শেষ হয়। সম্মেলনে কৃষকরা সেচের সম্পূর্ণ ব্যবস্থা এবং প্রতিটি ক্ষেতে জল সরবরাহের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি তুলে ধরেন।
অল ইন্ডিয়া কিষাণ মহাসভা আয়োজিত কৃষক সম্মেলনে সভাপতিত্ব করেন সত্যেন্দ্র রবিদাস। সম্মেলনের মঞ্চে উপস্থিত কৃষকদের উদ্দেশে সংগঠনের জেলা সভাপতি রামবালি সিং যাদব বলেন, কেন্দ্রের মোদী সরকার কর্পোরেট হাউসের সঙ্গে বন্ধুত্ব করছে এবং কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুকে কাবেরি নদীর জল দেওয়া নিয়ে নতুন করে গণ্ডগোল শুরু হয়েছে কর্নাটকে। সেখানকার মান্ডয়া এলাকায় লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। শনিবার রাতে তাঁদের মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে।
দেখুন ভিডিও