গোরক্ষা আইনের ফলে উত্তরপ্রদেশে কৃষকরা বিপর্যস্ত

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গোরক্ষা আইন বলবৎ থাকার ফলে সমস্যায় পড়েছেন সেখানকার কৃষকরা। তাঁদের অভিযোগ, মালিকহীন গরু ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করছে। ক্ষেতের ফসল বাঁচানোর জন্য রাতে কৃষকদের এই ঠান্ডার মধ্যেও জমি পাহারা দিতে হচ্ছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে একের পর এক কৃষক মৃত্যুর খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর, উন্নাওয়ের গ্রাম থেকে। প্রচণ্ড শীতের রাতে মাঠের ফসল পাহারা দিতে গিয়েই কৃষকদের মৃত্যু হচ্ছে। যোগী সরকারকে কৃষকদের প্রশ্ন, গরু বাঁচাতে সরকার আইন করেছে, কিন্তু চাষিদের জন্য ভাববে কে?
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
তেলেঙ্গানায় বাড়ছে কৃষক বিক্ষোভ

তেলেঙ্গানার কামারেড্ডিতে কৃষক বিক্ষোভ অব্যাহত। চাষিদের আশঙ্কা, তেলেঙ্গানা সরকার তাঁদের কৃষিজমি অধিগ্রহণ করবে। কারণ তাঁদের জমি প্রস্তাবিত শিল্প অঞ্চল এবং গ্রিন জোনের অন্তর্ভুক্ত হয়েছে। জমি হারানোর আশঙ্কায় একজন কৃষক পায়াভ্ভুলা রামুলু আত্মহত্যা করে মারা যাওয়ার পরে উত্তেজনা বেড়ে যায়। কৃষকদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এর ফলে কয়েকজন কৃষক আহত হন।
কামারেড্ডি, আদলুর, ইয়েলারেড্ডি, ইলচিপুর অন্যান্য গ্রামের কৃষকরা কামারেড্ডি রেলওয়ে স্টেশন চৌরাস্তায় ধর্না দেন। সরকারের জমি অধিগ্রহণ বাতিল করার দাবিতে কৃষকরা জেলা কালেক্টরেট অফিস পর্যন্ত মিছিল করেন। তেলেঙ্গানার বিরোধী দলগুলি রাজ্য সরকারের এই ভূমিকায় নিন্দা ব্যক্ত করেছে।
সূত্র- ইন্ডিয়া টুডে
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ধর্ষণে অভিযুক্ত সন্দীপ সিংকে বরখাস্তের দাবি তুলল দিল্লির কৃষক পঞ্চায়েত

ধর্ষণে অভিযুক্ত হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কৃষকরা। সরকারের কাছে সন্দীপ সিংকে বরখাস্তের দাবি রেখেছে ধঙ্কর খাপ-১২ পঞ্চায়েত। তারপর দিল্লির ঝারোদা গ্রামে হওয়া একটি পঞ্চায়েতে ধঙ্কর খাপ-১২ পঞ্চায়েতকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হল। এই পঞ্চায়েতের তরফ থেকে শনিবারের মধ্যে হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে বরখাস্ত করার দাবি করা হয়। বাবা হরিদাস মন্দিরের প্রাঙ্গণে চার ঘণ্টা ধরে চলা পঞ্চায়েতও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সরকার যদি মন্ত্রীকে বরখাস্ত না করে তাহলে তাঁরা দিল্লিতে একটি সর্ব খাপ মহাপঞ্চায়েত আয়োজন করবেন। চাষিরা প্রশ্ন তোলেন, চণ্ডীগড় পুলিশ এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা সত্ত্বেও অভিযুক্ত কী করে মন্ত্রীত্বের ক্ষমতা উপভোগ করতে পারে। ডাগর খাপের মুখপাত্র এবং সর্বভারতীয় জাঠ মহাসভার প্রধান রাজেন্দ্র সিং ডাগর বলেন, মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আসার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। সরকারের এমন ব্যবহার এটাই প্রমাণ করছে যে সরকার অভিযুক্ত সন্দীপ সিংকে রক্ষা করছে। কিন্তু কৃষকরা এই অনাচার মেনে নেবেন না। যতক্ষণ না সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ তাঁরা বিক্ষোভ করবেন।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
নতুন আলুর দাম কমে যাওয়ায় বিপাকে চাষিরা

মুর্শিদাবাদে আলুর দাম হ্রাস পাওয়ায় বিপাকের মুখে পড়েছেন সেখানকার কৃষকরা। তাঁরা জানান, আলুর দাম এতটাই কমে গিয়েছে যে লাভের আশা তো দূর, উৎপাদনের খরচটুকু উঠলেও অনেক। বহরমপুরের কৃষকরা প্রতি বিঘায় লোকসানের সম্মুখীন হচ্ছেন।
তাঁরা জানান, মরসুমের শুরুতে তাঁরা ৬৩০ টাকায় আলুর বস্তা বিক্রি করেছেন। কিন্তু সম্প্রতি আলুর দাম কমতে কমতে ৩০২ টাকায় বস্তা বিক্রি হয়েছে। উৎপাদন করতে প্রতি বিঘায় ১৮-২০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করে সর্বসাকুল্যে ১৮ হাজার টাকা আয় হচ্ছে। দিন দিন সার ও অন্যান্য উপাদানের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পরবর্তীকালে উৎপাদনের খরচটুকুও উঠবে না বলে আশঙ্কা কৃষকদের।
সরকার এমএসপি আইন প্রণয়ন না করায় কৃষকরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সিঙ্গুর-নন্দীগ্রামের কর্পোরেট বিরোধী কৃষক আন্দোলনকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না বলেই অভিযোগ করছেন চাষিরা।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সন্দীপ সিংয়ের বিরুদ্ধে সরব কৃষক নেতা রবি আজাদ

ধর্ষণে অভিযুক্ত হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে বয়কটের ডাক দিলেন কৃষক নেতা রবি আজাদ। তিনি বলেন, দেশের সরকার এক নাগাড়ে সন্দীপ সিংকে বাঁচানোর চেষ্টা করছে। যতদিন এইরকম জঘন্য মানসিকতার মানুষ ক্ষমতায় থাকবে ততদিন কোনো মেয়েই দেশের কোনো কোণাতেই সুরক্ষিত নয়। তাই নির্যাতিতা অ্যাথলেটিক্স কোচকে সুবিচার পাইয়ে দিতে মন্ত্রী এবং প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপ সিংকে বয়কটের ডাক দিলেন তিনি।
সূত্র- সংযুক্ত কিষাণ মোর্চা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
কৃষকের থেকে লুট: ৬ জানুয়ারি ২০২৩
