জয় কিষাণ: ৫ মার্চ ২০২৩

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

একাধিক দাবি নিয়ে মহাপঞ্চায়েতে কিষাণ সংগঠন

নিজস্ব সংবাদদাতা: ৯ ফেব্রুয়ারি, ২০২৩-এ সংযুক্ত কিষাণ মোর্চার জাতীয় সভার সিদ্ধান্ত অনুসারে, ২০ মার্চ দিল্লিতে সংসদের সামনে এক কিষাণ মহাপঞ্চায়েত আয়োজন করা হবে।

যেখানে সমস্ত কৃষি পণ্য কেনার আইনি গ্যারান্টি, সম্পূর্ণ ঋণ মকুব, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ প্রত্যাহার, লখিমপুর খেরির কৃষক ও সাংবাদিকদের গণহত্যার অভিযোগে অভিযুক্ত অজয় মিশ্র টেনির বরখাস্তের দাবি করা হবে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতির জন্য কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ এবং ফসল বীমা প্রকল্প কার্যকর, সমস্ত মাঝারি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষি শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা কৃষক পেনশন, কৃষকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার সহ কৃষক আন্দোলনে শহিদদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি আবারও উত্থাপন করা হবে।

এই দাবিগুলি ছাড়াও, মহাপঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং কৃষকবিরোধী ইউনিয়ন বাজেট ২০২৩-এর বিরুদ্ধেও আওয়াজ তুলতে চলেছে কিষাণ সংগঠন।

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

আলু-পেঁয়াজের দাম নেই, বিপর্যয় রুখতে ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব সংবাদদাতা: আলু ও পেঁয়াজের দাম নেই। শনি বিপর্যয় নেমে এসেছে গ্রামে। সংরক্ষণের সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শুক্রবার হুগলী জেলা কৃষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসনের তি কাছে ডেপুটেশন দেওয়া হয়।

নেতৃবৃন্দ দাবি করেন- আলুর কুইন্টাল প্রতি দাম কমপক্ষে ১০০০ টাকা নিশ্চিত করতে হবে। হিমঘরে আলু সংরক্ষণে বস্তাপ্রতি (৫০ কেজি) ভাড়া কমাতে হবে। কৃষকদের স্বার্থে উদ্বৃত্ত আলু ভিনরাজ্যে ও বিদেশে পাঠাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

পেঁয়াজের লাভজনক দাম নির্ধারণ ও পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা সভাপতি ভক্তরাম পান, সম্পাদক স্নেহাশিস রায় প্রমুখ। প্রতিনিধি দল এডিএম (জেলা পরিষদ) ও জেলা সহ কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দেন।

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

দু’বেলা কাজ না করায় শ্রমিকদের থেকে চা পাতা নিল না বাগান কর্তৃপক্ষ

আলিপুরদুয়ারে শ্রমিকদের তোলা চা পাতা নিল না বাগান কর্তৃপক্ষ। আর তাতে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। তাঁরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এই গন্ডগোলের মূলে দু’বেলা কাজ করতে শ্রমিকদের অস্বীকার করা। এই নিয়েই ক্ষোভ তৈরি হয় কালচিনির ডিমা ও নিমতি চা বাগানে। শ্রমিকরা জানিয়েছেন, এই শুখা মরসুমে দু’বেলা চা পাতা তুলতে তাঁরা রাজি নন।

শ্রমিকরা অভিযোগ করেন, তোলা চা পাতা কারখানায় জমা করতে গেলে বাগান কর্তৃপক্ষ জানায়, দু’বেলা কাজ না করলে তাঁদের পাতা নেওয়া হবে না। শ্রমিকদের মুখের উপর কারখানার দরজা বন্ধ করেও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান।

সূত্র- নিউজ ১৮ বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ফেব্রুয়ারিতে অকাল গ্রীষ্ম! চোখে জল পেঁয়াজ চাষিদের

ব্যাপক ভাবে দাম কমেছে পেঁয়াজের। ফেব্রুয়ারিতে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে চোখে জল গুজরাতের পেঁয়াজ চাষিদের। বছরের এই সময়ে প্রতি কুইন্টাল দাম থাকে সাধারণত ৮০০ থেকে ১০০০ টাকা। কিন্তু এবার সেই দাম ৫০০ টাকায় নেমে এসেছে। শুধু তাই নয়, অনেক কৃষক জানিয়েছেন কুইন্টাল প্রতি তাঁরা মাত্র ১৫০ টাকাও পেয়েছেন। যা চিন্তায় ফেলেছে পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের।

প্রসঙ্গত, ভারতের বার্ষিক মোট ২৫ মিলিয়ন টন পেঁয়াজ উৎপাদনের প্রায় ৬ শতাংশই আসে গুজরাত থেকে। বাকি পেঁয়াজ উৎপাদনের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান এবং বিহার।

সূত্র- ইন্ডিয়া টুডে

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *