জয় কিষাণ: ৪ ফেব্রুয়ারি ২০২৩

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 3

ইউনিয়ন বাজেটে পাঞ্জাবের কৃষকরা অসন্তুষ্ট

কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতৃত্বে ইউনিয়ন বাজেটের প্রতিবাদে কৃষকরা পাঞ্জাবের তিনটি জেলার ১৬টি স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন। পাঞ্জাবের তিনটি জেলা পাঞ্জাব-অমৃতসর, গুরদাসপুর, তারন তারনে কৃষকরা বৃহস্পতিবার তাঁদের প্রতিবাদ কর্মসূচী পালন করেন। এদিন বিক্ষোভস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ কেন্দ্রীয় বাজেটে কৃষিকে অবহেলার করা হয়েছে। কৃষকদের পক্ষ থেকে পাঞ্জাবের সব জেলায় ডেপুটি কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভের কর্মসূচী ঘোষিত হয়েছে। বাজেটকে কৃষির জন্য হতাশাজনক বলে অভিহিত করেছে কৃষকদের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলি।

সূত্র- অমর উজালা পাঞ্জাব-হরিয়ানা

বিশদে জানতে ভিডিওটি দেখুন

সারের কালোবাজারি রুখতে পথ অবরোধ করলেন চাষিরা

সারের কালোবাজারি বন্ধের দাবিতে কৃষকরা পথ অবরোধ করলেন। মঙ্গলবার রায়গঞ্জের বারোদুয়ারিতে বহু কৃষক বিক্ষোভে সামিল হন।

কৃষক সভার জেলা সভাপতি উত্তম পাল জানান, বেশিরভাগ কৃষক ব্যাঙ্ক ও মহাজনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে জমি চাষ করেছিলেন। উপরন্তু সার ও কৃষিজাত পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সারের কালোবাজারি বন্ধের দাবি জানান। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

সূত্র – উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফরের আগে আলু চাষিদের বিক্ষোভ

দশ মাস পার হয়ে গেলেও মেলেনি আলুর ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন বুধবার বর্ধমানে অবস্থান বিক্ষোভ করলেন আলু চাষিরা। হিমঘরে রাখা আলু নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত আলু চাষীরা। বর্ধমানের কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা।

প্রশাসনিক সভা করতে বৃহস্পতিবার বর্ধমানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নামলেন মেমারি ও রসুলপুরের আলু চাষিরা। তাঁদের দাবি, ১০ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও নষ্ট হয়ে যাওয়া আলুর সঠিক ক্ষতিপূরণ মেলেনি। মুখ্যমন্ত্রী কয়েকমাস আগে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের সমস্যা সমাধানের কথা বললেও এখনও পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি।

সূত্র- নিউজ ১৮ বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

হরিয়ানার মুখ্যমন্ত্রীর জিন্দ সফরের প্রতিবাদ গ্রাম প্রধানদের

নবনির্বাচিত গ্রাম প্রধান এবং কৃষকরা মিলে শনিবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের জিন্দ জেলার নারওয়ানা শহরে সফরের সময় বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী, রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যান। কৃষকরা একযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, দুশো দিনের বেশি সময় ধরে কৃষকরা বিক্ষোভে অনড় রয়েছেন।

সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ক্ষেতমজুরদের জমি থেকে উচ্ছেদ করতে না পেরে ফসল কাটতে বাধা

নিজস্ব প্রতিনিধি: গরিব ক্ষেতমজুর ৪০ টি পরিবারকে তাঁদের পাট্টা জমি থেকে উচ্ছেদ করতে না পেরে পাকা ধান কাটতে লাঠি, বোমা নিয়ে বাধা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের। এই ঘটনার জন্য প্রশাসনিক নিষ্কৃয়তাকেই দায়ি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতমজুর এবং তাঁদের পরিবারেরা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ২ পঞ্চায়েতের ভগীরথপুর ও মৌজায়। এলাকার কৃষকদের দাবি, ঐ এলাকায় তাঁরা বেশ কিছু জমিতে পুরুষানুক্রমে তাঁরা চাষ করে আসছেন। বর্তমান শাসক দল ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের উৎখাত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। যদিও কৃষকরা জোটবদ্ধ হয়ে এই জুলুমের প্রতিরোধ করে আসছেন। তাঁরা অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা এখনও নেয় নি। অগত্যা শিশিরে রোদে খোলা মাঠেই নষ্ট হচ্ছে কৃষকদের ফসল।

কৃষকের থেকে লুট: ২ ফেব্রুয়ারি ২০২৩

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *