কেন্দ্রীয় বাজেটকে কৃষক বিরোধী বললেন ভূপিন্দর সিং হুডা

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা কেন্দ্রীয় বাজেটকে গরিব বিরোধী ও কৃষক বিরোধী আখ্যা দিলেন। তাঁর মতে এই বাজেটের ফলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়বে। শ্রমিক, সাধারণ কর্মচারী ও ছোট ব্যবসায়ীদের প্রকল্পগুলিতে সরকার অর্থ কমিয়েছে। বাজেটে কোনও অর্থ ঘোষণা না করায় হরিয়ানা আবারও খালি হাতে ফিরল বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে হুডা বলেন বাজেটে পুরোনো পেনশন স্কিম ও এমএসপির দাবি নিয়ে কোনও ঘোষণা ছিল না। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়নি।
এছাড়াও হুডা বলেন, “ইউরিয়া ভর্তুকি ১৫৪০৯৮ কোটি টাকা থেকে কমিয়ে ১৩১১০০ কোটি টাকা এবং খাদ্য ভর্তুকি ২.৮৭ লক্ষ কোটি থেকে ১.৯৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে৷ মনরেগার (MNREGA) বাজেটও ৮৯৪০০ কোটি টাকা থেকে কমিয়ে ৬০০০০ কোটি টাকা করা হয়েছে”।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সবংয়ে ক্ষেতমজুরদের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি: বুধবার চাষের জমি থেকে ক্ষেতমজুর পরিবারকে উচ্ছেদ করতে হামলা চালালো তৃণমূল বাহিনী। অভিযোগ ব্লক ভূমি দফতরের অনুমতি নিয়ে কৃষকরা চাষ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা চার পাট্টাদারকে রক্তাক্ত করে। এই ঘটনার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় কৃষকরা। এর ফলে দুষ্কৃতিরা গ্রাম ছেড়ে সবংয়ের তেমাথানীতে আত্মগোপন করে।
আক্রান্ত কৃষক বাবুলাল বর্মণ, সনাতন সরেন, বিধু বর্মণ , উদয় পাত্র প্রমুখরা জানান দীর্ঘ ৪০ বছর ধরে তাঁরা এই জমিতে চাষ করছেন। এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বাহিনী এই পরিবারগুলিকে উচ্ছেদ করতে সচেষ্ট হয় । তারা লাঠি রড নিয়ে এই হামলা করে। সবং থানার পুলিশ এখনো এই ঘটনায় দুষ্কৃতিদের গ্রেফতার না করায় পুরো গ্রাম ক্ষিপ্ত হয়ে আছে।
তুলো চাষিদের বিক্ষোভ তামিলনাড়ুতে

তামিলনাড়ুর ত্রিচি জেলার তুলা কৃষকরা মঙ্গলবার রাতে ন্যায্য মূল্যের দাবিতে রাস্তা বিক্ষোভ ও অবরোধ করেন। তুলা চাষিদের অভিযোগ পোন্নুসঙ্গমপট্টি, কোটাথুর, পুলিভালাম, কারাত্তমপট্টি, সোরাথুর, ভেঙ্কটেসাপুরম এবং কালিমুদাইয়ানপট্টির বহু কৃষক বাজারে তুলা বিক্রি করতে আসেন। তুলা চাষিদের থেকে তুলা কেনার সময়ে মধ্যস্বত্তভোগীরা কেজি প্রতি ৭৫ টাকা দাম ধার্য করে, কিন্তু তারা গত সপ্তাহে ৯৫ টাকায় বাজারে বিক্রি করে। এই দাম নিয়ে কৃষকরা আপত্তি জানায়।
তাঁরা রাস্তার পাশে স্লোগান তোলেন আর বিক্ষোভে সামিল হন। ঘন্টাখানেক এর বেশি সময় ধরে বিক্ষোভ চলে।
সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
রাকেশ টিকায়েত ইউনিয়ন বাজেট নিয়ে অসন্তুষ্ট

ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত বুধবার নির্দেশ করেছেন যে ২০২৩ সালের ইউনিয়ন বাজেটে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গ্যারান্টি স্কিমের পাশাপাশি কৃষকদের জন্য সুদ-মুক্ত কৃষি ঋণ প্রকল্পের কোনও উল্লেখ নেই। তিনি বলেন, “আমরা এমএসপি চাইছি, কিন্তু তারা কৃষকদের ঋণের নিচে চাপা দিতে চায়। আমাদের ফসলের দাম, জল এবং কম খরচে বিদ্যুৎ চাই,ঋণ নয়” । বিকেইউর জাতীয় মুখপাত্র আরও বলেন যে এই বাজেট কৃষক বা শ্রমিকদের জন্য নয়, কেবল কর্পোরেটদের সহায়তা করবে।
সূত্র- এবিপি গঙ্গা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
বাজেটে কৃষি খাতে বরাদ্দ হ্রাস পাওয়ায় হতাশ কৃষকরা

কেন্দ্রীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে। জামহুরি কিষাণ সভার সভাপতি ডঃ সাতনাম সিং আজনালা বলেন, “বাজেটে কৃষির জন্য বরাদ্দ ছয় শতাংশ কমানো হয়েছে”।
গত কয়েক বছর ধরে কৃষি ক্ষেত্রে, কৃষি গবেষণায়, কৃষি শিক্ষায় বরাদ্দ কমানো হয়েছে। কেন্দ্রীয় বাজেট কর্পোরেটদের সুযোগ সুবিধা করে দিচ্ছে।
বাজেটে চাল ও গম ছাড়া অন্য কোনও ফসলে এমএসপি প্রয়োগের কথা বলা হয়নি। এরফলে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন