গো-৪৩ প্রকল্প চালুর জন্য আবেদন এইচআরএফ ও রুথ স্বরাজ ভেদিকের

অন্ধ্রপ্রদেশের দুই সংগঠন এইচআরএফ ও আরএসভি কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানিয়েছে সরকারের গো-৪৩ প্রকল্প সত্বর চালু করার জন্য। গো-৪৩ প্রকল্পের আয়তায় ২০১৯ সালের জুন মাস থেকে যে সমস্ত কৃষকরা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারকে অর্থনৈতিক ভাবে সুবিধা দেওয়া ও সেই সঙ্গে পুর্নবাসন দেবে বলে ঘোষিত হয়েছিল।
দুই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে এই প্রকল্পের কার্যকরিতা চালু করতে ও তার দ্বারা অসহায় কৃষকদের সাহায্য করতে।
এইচআরভি ও আরএসভি সরকারের কাছে আবেদন জানিয়েছে গো-৪৩ প্রকল্পের অ্যামেন্ডমেন্ট অবিলম্বে প্রকাশ করার জন্য।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রীর এলাকায় কৃষক দম্পতির আত্মহত্যা

বর্তমান যুগে কৃষক আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে কৃষিমন্ত্রী আব্দুল সাত্তারের নির্বাচনী এলাকা ছত্রপতি সম্ভাজি নগর জেলায়। গত ২২ মার্চ এই এলাকার এক কৃষক দম্পতির আত্মহত্যার খবর পাওয়া যায়। জানা যায়, মৃত দম্পতি সন্দীপ আলেকার এবং লতা বাই আলেকার কৃষিমন্ত্রীর সোয়েগাও নির্বাচনী এলাকার বাসিন্দা এঁরা।
সন্দীপ গলায় দড়ি দিয়ে এবং লতাবাই বিষ খেয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট না হওয়ার সত্ত্বেও ধরে নেওয়া হচ্ছে অসময়ের বৃষ্টি চাষের ক্ষতি করছে ব্যাংকের লোন এবং ব্যক্তিগত মহাজনের টাকা ফেরত দিতে না পারার আশঙ্কাতেই এই ঘটনা বাড়ছে বলে ধরে নেওয়া হচ্ছে।
সূত্র- এবিপি মাঝা
বিশদে জানতে ভিডিওটি দেখুন
চাষিদের গবাদীপশু পাচারে ধৃত তিন ব্যক্তি

আসামের গোয়ালপারা এলাকায় চাষিদের গবাদীপশু পাচার করার অভিযোগে শনিবার রাত্রে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ আধীকারিক মনোজকুমার দাস জানিয়েছেন, ‘জরিফ আলি, সবীর উদ্দীন শেখ ও আয়নার মণ্ডল নামের এই তিনজন , অভিযুক্তদের গ্রেফতার করে গোয়ালপারা পুলিশ, গোপন সূত্রের ভিত্তীতে।’
সূত্র- দ্য সেন্টিনেল
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয়ে বৈঠক সংযুক্ত কিষান মোর্চার

সংযুক্ত কিষান মোর্চার ১৫ জনের একটি প্রতিনিধি দল ২৭ মার্চ দুপুরে কৃষক ভবনের বৈঠকে দেখা করল ইউনিয়ন কৃষি মন্ত্রক নরেন্দ্র সিংহ তোমারের সঙ্গে। এসকেএম’র দাবী ছিল মূলত কৃষি সনদকে কেন্দ্র করে বলে জানিয়েছেন কৃষক নেতা দর্শন পাল।
মূলত শিলাবৃষ্টি ও অতিবর্ষনের ফলে ক্ষতিগ্রস্থ চাষিদের ন্যায্য ক্ষতিপূরণ বিষয়েও দাবী পেশ করা হয়েছে বলে জানিয়েছেন একসেএম’র প্রতিনিধি দল। আগামী রামলীলা ময়দানে কৃষকদের জমায়েত নিয়েও বক্তব্য পেশ করা হয়েছে এই য়ৈঠকে।
সূত্র- এনডিটিভি
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কৃষকের থেকে লুট: ২৫ মার্চ ২০২৩
