জয় কিষাণ: ২৪ মার্চ ২০২৩

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাষিরা, কমছে চাষের জমি 

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাষিরা। অভিযোগ, রাতের অন্ধকারে বিঘার পর বিঘা চাষের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে প্রাণে মারার হুমকি দেয় মাটি মাফিয়ারা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চৌধুরীপাড়ার।

দীর্ঘদিনের এই ঘটনায় অতিষ্ট হয়ে প্রশাসনের দ্বারস্থ ৩৩ জন চাষি। ওই এলাকার একাধিক চাষির অভিযোগ, ভাগীরথী নদীর চরে তাদের দীর্ঘদিন ধরে বিঘা বিঘা চাষের জমি রয়েছে। চাষের জমিগুলি তাদের হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে ফলন্ত চাষের জমি থেকে মাটি কেটে নিচ্ছে মাটি মাফিয়ারা। দীর্ঘদিনের এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হয়ে মার্চ পিটিশন জমা দেন একাধিক চাষি। অভিযোগ তাতেও কোনও সুরাহা হয়নি।

সূত্র- খাস খবর

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

বন্ড না পেয়ে জমিতে পচছে আলু! কালোবাজারির অভিযোগ কৃষকদের

আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ জলপাইগুড়ির কৃষকদের একাংশ। বন্ডের অভাবে আলু হিমঘরে রাখা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। পঞ্চায়েত ভোটের মুখে এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে সিপিএম। বিতর্কের মুখে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

জমি থেকে আলু তোলার পর মাঠেই পড়ে রয়েছে বস্তা। এদিকে বৃষ্টির কোপ। যার ফলে নষ্ট হতে বসেছে ফসল। কষ্ট করে ফলানো ফসলের এমন অবস্থা দেখে মাথায় হাত কৃষকদের। সমস্যার জন্য হিমঘরের পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন কৃষকরা।

অভিযোগ, হিমঘরে রাখার জন্য আলুর বন্ড না পেয়ে বছরের শুরুতেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছেন জলপাইগুড়ির আলুচাষিরা। 

সূত্র- এবিপি আনন্দ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

হাতির হানায় ভুট্টা ক্ষেতের ক্ষতি! বন দফতরের বিরুদ্ধে জমছে ক্ষোভ

আলিপুরদুয়ারে প্রতিনিয়ত হাতির হানায় ফসলের ক্ষতি। ক্ষুব্ধ বারবিশা সংলগ্ন এলাকার কৃষকরা। হাতির হানায় বারবার ফসলের ক্ষতি হচ্ছে।

চাষাবাদ করে সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারছেন না বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ভলকা রেঞ্জের বারবিশা বিট অফিসের এলাকায় থাকা বিভিন্ন গ্রামের কৃষকরা। জানা যায় এলাকার রাধানগর, ডাঙ্গাপাড়া, লস্করপাড়া,পূর্বশালবাড়ির কৃষকরা সারা বছর ধরে হাতির হানায় নানা ভাবে ক্ষতিগ্রস্ত হন।

এর আগে ধানের সময় হাতির হানায় নষ্ট হয়েছে ধান। কৃষকদের কথায় এ বার হাতিদের নজর ভুট্টা ক্ষেতের দিকে। সবে ফুল আসতে শুরু করেছে ভুট্টা গাছে। এ সময়ই হাতির হানায় বিপর্যস্ত চাষিরা।

সূত্র- নিউজ ১৮ বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

৫ এপ্রিল কিষাণ মজদুর সমাবেশে যাচ্ছেন ত্রিপুরার শতাধিক প্রতিনিধি

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ৫ এপ্রিল কিষাণ মজদুর সমাবেশ। ত্রিপুরা থেকেও অংশ নেবেন শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ। কম করে ১০০ জনের বেশি শ্রমিক কৃষক এই সমাবেশে অংশ নেবেন বলে বুধবার জানিয়েছেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সভাপতি মানিক দে। ট্রেনের টিকিটের সঙ্কট রয়েছে।

যাতায়াতের সমস্যা না হলে আরও বেশি শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক এই সমাবেশে অংশ নিতেন বলে জানান তিনি। তিনি সংহতি জানান ৫ এপ্রিলের কিষাণ মজদুর সমাবেশের প্রতি।

তৃণমূল বিধায়কের মদতে জমি দখলের চেষ্টা, প্রতিরোধ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা: গোটা রাজ্যে জমি চুরির ধুম পড়েছে। কিন্তু তেহট্টে যেটা হচ্ছে সেটা জমি চুরি নয়, একেবারে ডাকাতি। যেমন বেতাইয়ের অনিল দাসের বাবা জ্যোতিষ দাস হাসপাতাল করার জন্য চার বিঘা জমি দিয়েছিলেন।

শর্ত ছিল জমিতে হাসপাতাল না হলে তিনি জমি ফিরে পাবেন। হাসপাতাল হয়নি। তাই আইনানুগভাবে জমি রেকর্ড হয়েছে অনিল দাস সহ তাদের চার ভাই এবং এক বোনের নামে। এরপর হঠাৎ করে আবির্ভাব ঘটে তৃণমূল বিধায়ক তাপস সাহা এবং জেলা পরিষদের সদস্যা টিনা সাহার। তাঁরা ঘোষণা করে দেন ওই জমিতে খেলার মাঠ হবে।

এদিকে ওই জমিতে জমির মালিকেরা কলা গাছ লাগিয়েছিলেন। পুলিশ এবং তৃণমূলী বাহুবলীরা এলাকার মানুষকে বলে কলাগাছ তুলে দিতে। তাঁরা রাজি না হওয়ায় পুলিশ এবং তৃণমূলী বাহুবলীরা বাধ্য হয় ফিরে যেতে। সারা ভারত কৃষকসভার তেহট্ট এক ল ব্লক কমিটি ঘটনার তীব্র প্রতিবাদ করে এবং জনগণকে এই দুর্নীতির বিরুদ্ধে সংঘটিত করে।

কৃষকের থেকে লুট: ২২ মার্চ ২০২৩

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *