জয় কিষাণ: ২২ ডিসেম্বর ২০২২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 5

কৃষক আন্দোলনের পক্ষে থাকা গায়কের ট্যুইটার অ্যাকাউন্ট বাতিল

মঙ্গলবার বিখ্যাত পাঞ্জাবি গায়ক জ্যাজি-বি’র ট্যুইটার অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে। যদিও ট্যুইটার কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে এই বাতিল করার বিষয়টি শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য হবে। জ্যাজি-বি  বর্তমানে কানাডায় থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ভারতে চলমান সমস্যার বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর তিনি ট্যুইটারে তুলে ধরেন। দিল্লিতে কৃষক আন্দোলনের সময় গায়ক ঐ আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। জানা গেছে, তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্যে সারা বিশ্বে কৃষকদের প্রতিবাদ পৌঁছে দিয়েছিলেন। উল্লেখ্য, জ্যাজি-বি গোটা আন্দোলন জুড়ে কৃষকদের সমর্থন করেছিলেন।

মোদি সরকারের আমলে এর আগেও কৃষক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে এসেছিল। সোমবার গায়ক রঞ্জিত বাওয়া এবং কানওয়ার গ্রেওয়ালের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে এবং মঙ্গলবার গায়ক জ্যাজি-বি’র ট্যুইটার অ্যাকাউন্ট ভারতে স্থগিত করা হয়েছে।

কানওয়ার গ্রেওয়াল এবং রঞ্জিত বাওয়ার বাড়িতে অভিযানের বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন খালসা এইডের প্রতিষ্ঠাতা রবি সিং খালসা। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, “যে সমস্ত গায়ক দিল্লিতে কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং সমর্থন করেছিলেন তাঁদের ওপর ভারত সরকার তীব্রভাবে নজরদারি অভিযান চালাচ্ছে। এভাবে তাঁদের সামাজিকভাবে হেয় করার যথাসাধ্য চেষ্টা করছে ভারত সরকার”।

সূত্র- ট্রু স্কুপ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

লতিফপুরার চাষিরা জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিলেন

জলন্ধর ইমপ্রুভমেন্ট ট্রাস্টের প্রকল্পের জন্য ভেঙে যাওয়া বাড়িগুলির পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের দাবিতে মিছিলে সামিল হলেন বিপুল সংখ্যক কৃষক, মহিলা এবং ছাত্ররা। ৯ ডিসেম্বর লতিফপুরা থেকে মিছিলটি শুরু হয়ে মডেল টাউন, গুরুদ্বারা সিং সভা, মিল্ক বার চক, মাসান্দ চক, জ্যোতি চক, কোম্পানি বাগ চক এবং স্কাইলার্ক চক হয়ে গুরু নানক মিশন চকে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা প্রতিবাদের মাধ্যম হিসাবে শাসক নেতাদের কুশপুত্তলিকা দাহ করেন। তাঁরা মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং জলন্ধর ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান জগতার সিং সংঘেরার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

সরকার গৃহহীন বাসিন্দাদের পুনর্বাসন করতে ব্যর্থ হলে আগামী ১ জানুয়ারি পিএপি চকে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন লতিফপুরা পুনর্বাসন কমিটির সদস্যরা। হিউম্যান রাইটস পাঞ্জাব রাজ্যের সভাপতি জাসবিন্দর কৌর সোহল লতিফপুরায় গিয়ে এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্না দেওয়ার আশ্বাস দেন তিনি।

সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ধান ক্রয়কেন্দ্রে চাষিদের বিক্ষোভ

ধান ক্রয়কেন্দ্রে অন্যায্য ধলতা নেওয়ার বিরুদ্ধে বিক্ষোভের পথে গেলেন কৃষকরা। ঘটনাটি উত্তরবঙ্গের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা এলাকায় ঘটে। চাষিদের অভিযোগ, মিলের ম্যানেজাররা তাঁদের থেকে ধানে কুইন্টাল প্রতি ৫-৭ কেজি ধলতা নেয়। যার ফলে লাভের মুখ দেখতে পাচ্ছে না কৃষকরা। বিক্ষোভের সঙ্গে সঙ্গে তাঁরা ব্লক আধিকারিকের কাছে ঘটনার অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।

ধান ক্রয়কেন্দ্রের ডিও রিজুয়ান আহমেদ বলেন, ‘থ্রি-ম্যানস কমিটি’ এই ধলতা নেওয়ার বিষয়টি নির্ধারণ করে। মিল মালিকের ম্যানেজার জানান, এটি সরকার স্বীকৃত না হলেও তাঁরা বাধ্য হয়ে ধলতা নেন। হরিশ্চন্দ্রপুর-১ কৃষি আধিকারিক পলাশ সিন্ধিয়া বলেন, সব ধানে অতিরিক্ত ধলতা তারা নিতে পারেন না। ধানে ধুলো ও আর্দ্রতা বেশি থাকলে সেই ধানে কিছুটা ধলতা নেওয়ার নিয়ম রয়েছে।

সূত্র- উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

রাজস্থান সরকারের বিরুদ্ধে চাষিদের বিক্ষোভ

রাজস্থানের আলওয়াড়ে মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা চলাকালীন কৃষকদের একটি দল ঋণ মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ সূত্রের খবর, কৃষকরা অভিযোগ করেছেন যে রাজস্থান সরকার কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ করেনি।

কৃষকদের বক্তব্য অনুযায়ী রাহুল গান্ধি কৃষকদের ঋণ মকুবের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ফলপ্রসু হয়নি এবং তাঁরা জল সংকটের সম্মুখীন। কৃষকরা বলেন, দাবি পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

সূত্র- এনডিটিভি

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

পাঞ্জাবে মদ কারখানার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

পাঞ্জাবের জিরায় একটি মদের কারখানা বন্ধ করার দাবিতে মঙ্গলবার বিক্ষোভকারী চাষিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের তীব্র বচসা হয়। বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এই ঘটনার ফলে ছয় পুলিশ কর্মী আহত হয়। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

সাঞ্ঝা মোর্চা জিরার ব্যানারে গ্রামবাসীরা গত পাঁচ মাস ধরে শিরোমণি আকালি দলের নেতার মালিকানাধীন চোলাই মদের কারখানার সামনে বিক্ষোভ করছিলেন। এই কারখানা বায়ু দূষণের পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের ভূগর্ভস্থ জলকে দূষিত করছে বলে অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরে এটিকে বন্ধ করার দাবি তুলেছিলেন কৃষকরা।

মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত কিষাণ মোর্চার একাধিক কৃষক নেতা ইন্সপেক্টর জেনারেল জসকরণ সিং, ডেপুটি কমিশনার অমৃত সিং এবং এসএসপি কানওয়ারদীপ কৌরের সঙ্গে বৈঠক করেন। তাঁরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর বাতিল এবং গ্রেফতার হওয়া কৃষকদের মুক্তির দাবি জানান।

সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট: ২০ ডিসেম্বর ২০২২

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *