জয় কিষাণ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

কর্ণাটকে আখ চাষিদের অনশন

কর্ণাটকের মাণ্ড্য জেলার চাষিরা আখের দাম বাড়ানোর দাবিতে যে বিক্ষোভ করছিলেন তার ১০০ দিন পূর্ণ হয়েছে। কিন্তু সরকারের থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এবার অনশন শুরু করলেন আখ চাষিরা।

বৃহস্পতিবার থেকে কর্ণাটক রাজ্য রাইথা সংঘের পাঁচ কৃষক অনশন শুরু করেছেন। তাঁদের বক্তব্য, চাষিদের সংগ্রামকে অবহেলা করছে সরকার। আরও কৃষকেরা এই কর্মসূচিতে শামিল হবেন বলে তাঁরা আশাবাদী। কেআরআরএস-এর সাধারণ সম্পাদক এসসি মাদুচন্দন বলেন, সরকার কৃষকদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও তীব্র হবে।

সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ক্ষেতমজুর সম্মেলনের মঞ্চ থেকে বিভেদকে হারানোর ডাক

নিজস্ব প্রতিনিধি: কৃষক সংগ্রামের ঐতিহ্য সম্পন্ন বাংলার গ্রামে গ্রামে শাসকের অবাধ লুট আর সাম্প্রদায়িক প্রচার চলছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার হাওড়ায় সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে একথা বললেন। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

উল্লেখ্য, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দশম সম্মেলনের প্রকাশ্য সমাবেশ এদিন অনুষ্ঠিত হয়েছে হাওড়ার বিজয়ানন্দ পার্কে। ক্ষেতমজুর আন্দোলনের সর্বভারতীয় নেতৃবৃন্দ সমাবেশ থেকে দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন মোদি সরকারের জনবিরোধী, গরিববিরোধী নীতি রূপায়ণের বিরুদ্ধে। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও অনান্য বামপন্থী নেতাও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন।

তেলেঙ্গানায় ন্যায়বিচারের দাবিতে কৃষকের পদযাত্রা

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অভিনব প্রতিবাদ জানালেন এক কৃষক। শুক্রবার তিনি অর্ধ-উলঙ্গ অবস্থায় কাঁধে লাঙল এবং হাতে দড়ি নিয়ে ইন্দিরা পার্ক থেকে লাকডিকাপুলে পুলিশের ডিরেক্টর জেনারেলের অফিস পর্যন্ত হাঁটতে থাকেন। ওয়ারাঙ্গল জেলার পোনাগাল গ্রামের এই চাষির নাম সুরিন্দর।

সুরিন্দরের বক্তব্য, তাঁর ভাই এবং বিআরএস নেতারা তাঁর জমির নথি জাল করে প্রতারণা করেছেন। স্থানীয় বিআরএস নেতারা তাঁর ভাইয়ের নামে জমি হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছেন। এই প্রতারকদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। সুরিন্দর আরও বলেন, তাঁর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে যেন তাঁকে হায়দ্রাবাদ শহরের মাঝখানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।

সূত্র – দ্য হানস ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

হরিয়ানায় কৃষকদের বিক্ষোভ

শুক্রবার হরিয়ানার ঝাজ্জারে কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভটি জেলা কমিশনারের অফিসের বাইরে হয়েছিল। বিপুল সংখ্যক বিক্ষোভকারী অফিসের বাইরে অবস্থিত মাঠ দখল করে নেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভ সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় একজন কৃষক নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে এই বিক্ষোভ করছি কিন্তু আমাদের উদ্দেশ্য হল সরকারের ওপর চাপ সৃষ্টি করা। আমরা আমাদের দাবি পূরণের জন্য সরকারকে সময় দিয়েছিলাম কিন্তু তা করতে সরকার ব্যর্থ হয়েছে। আজ জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আমাদের সঙ্গে দেখা করবেন এবং আগামী ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগতভাবে আমাদের দাবিগুলি শুনবেন”।

সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

মিলছে না সেচের জল, বিপাকে দক্ষিণ দিনাজপুরের চাষিরা

আত্রেয়ী নদীর জল শুকিয়েছে। যার ফলে কাশিয়া খাঁড়ির অবস্থাও খুবই খারাপ। নেই জলের চিহ্ন। সেচের কাজের জন্য জলের অভাবে হাহাকার করছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চকভাতশালা, ফতেপুর, বাঁধমুল্লুক গ্রামের কৃষকরা। হাজার হাজার কৃষকের এখন কপালে হাত। কৃষকদের অভিযোগ, সপ্তাহখানেক বা তার বেশি সময় ধরেই এই পরিস্থিতি। এ নিয়ে ইতিমধ্যে বালুরঘাটের বিডিওকে তাঁরা জানিয়েওছেন। কৃষকদের অভিযোগ, এরপর সাতদিন কেটে গেলেও বিডিও কোনওরকম পদক্ষেপ করেননি। আর তার জেরে সমস্যা বেড়েই চলেছে কৃষকদের। সেচের জল না পাওয়ায় কৃষিকাজ করতে পারছেন না তাঁরা। বিডিওর হস্তক্ষেপের দাবিতে শুক্রবার ব্লক অফিসে তাঁরা বিক্ষোভও দেখিয়েছেন। প্রায় ১০০ জন কৃষক সামিল হন এই বিক্ষোভ কর্মসূচিতে। উত্তম দেব নামে এক কৃষক বলেন, “ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ বিডিওকে লিখিত দিয়েছিলাম। তারপরেও উনি কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। ২০-২২ বিঘার ফসল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ধান, শস্য, করলা, পটল সব একেবারে জলের অভাবে শেষ। সেচ দফতর বলছে বিডিও কিছুই তাদের জানায়নি। আবার আমাদের দরখাস্ত জমা দিতে বলল।”

সূত্র – এই সময়

বিশদে জানতে ভিডিওটি দেখুন

কৃষকের থেকে লুট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *