হরিয়ানায় কৃষকদের গ্রেফতার করল পুলিশ

বিজেপির বৈঠকের বিরোধিতা করে গ্রেফতার হলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা। অখিল ভারতীয় জনবাদী মহিলা সমিতির সদস্য এবং বিপিন খাপের সদস্যরাও বিজেপির এই বৈঠকের বিরোধিতা করেন।
উল্লেখ্য, হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং এক জুনিয়র মহিলা কোচের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। তাকে মন্ত্রীত্বের পদ থেকে অপসারণের এবং গ্রেফতারের দাবি কৃষকদের দীর্ঘদিনের। হরিয়ানার বিজেপির বৈঠকে কৃষকরা “গো ব্যাক সন্দীপ সিং” স্লোগান তোলেন এবং কালো পতাকা প্রদর্শন করেন। পুলিশ তখন ভারতীয় কিষাণ ইউনিয়ন-সহ মহিলা এবং খাপের সদস্যদের গ্রেফতার করে।
সূত্র- সমাচার ক্যারি হিন্দি নিউজ
বিশদে জানতে ভিডিওটি দেখুন
জোর কদমে চলছে ক্ষেতমজুর সম্মেলনের প্রচার

নিজস্ব প্রতিনিধি: সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন সফল করতে হাওড়া জেলা জুড়ে প্রচার ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থসংগ্রহ করা হচ্ছে। রবিবারও হাট, বাজার এবং সর্বস্তরের মানুষের কাছে বামপন্থী কর্মীরা ভালো সাড়া পেয়েছেন।
উল্লেখ্য, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দশম সর্বভারতীয় সম্মেলন আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে হাওড়া শহর-সহ জেলার অন্যত্র। এরই মধ্যে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের কর্মীরা সম্মেলন সফল করতে ব্যাপক প্রচার চালাচ্ছেন।
বারুইপুরে সেচের জল আটকে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন কৃষকরা। চাষিদের দাবি, সেচের জল আটকাচ্ছেন বারুইপুরের তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দাস। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কৃষকরা। বারুইপুরের সূর্যপুরে ঘটনাটি ঘটেছে।
কৃষকদের বক্তব্য, জল না পেলে তাঁরা কাজ করতে পারবেন না। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা গৌতম দাস অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। এই বিষয়ে এদিন বিক্ষোভরত এক কৃষক জানান, “পরিকল্পিতভাবে আমাদের সেচের কাজের জল আটকে দেওয়া হয়েছে। গৌতম দাস নামের ওই তৃণমূল নেতা এই কাজের পিছনে জড়িত। আমাদের জমির ওপর অনেকদিন ধরে নজর রয়েছে ওনার আর ওনার দলবলের। কিন্তু আমরা নাছোড়বান্দা মনোভাব নিয়ে বসে আছি যে এই জমিতে চাষ করেই আমাদের পেট চলে। তাই আমরা জমি ছাড়ব না।” এদিকে, আর কয়েকদিনের মধ্যে যদি জল না পান, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই এলাকার কৃষকরা।
সূত্র- এই সময়
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
রাজবন্দিদের মুক্তির দাবিতে পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভ

মোহালিতে কওমি ইনসাফ মোর্চার কর্মীরা রাজবন্দিদের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ জানাচ্ছেন।
চণ্ডীগড় ও মোহালি সীমান্তে রাস্তাটি ব্যারিকেড করা হয়েছে। রাজবন্দিদের মুক্তির দাবিতে চাষিদের সঙ্গে সাধারণ মানুষও এই আন্দোলনে যোগ দিয়েছেন। পুলিশ রয়েছে দর্শকের ভূমিকায়।
পুলিশ সিসিটিভিতে সর্বক্ষণ বিক্ষোভকারীদের ওপর নজর রাখছে। প্রতিদিন নতুন একটি করে বিক্ষোভ উঠে আসছে।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
পাঞ্জাবে সরকার কৃষক মিলন অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগ

পাঞ্জাব কৃষি বিদ্যালয়ের সরকার কিষাণ মিলন অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক উপস্থিত হয়েছিলেন। সকাল থেকে বহু কৃষক অনুষ্ঠানে পৌঁছাতে শুরু করলে সরকারের ব্যবস্থাপনায় তাঁরা অখুশি হন।
অনুষ্ঠানের নির্ধারিত সময়ের দু’ঘণ্টা দেরিতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পৌঁছান। অনেকে বিরক্ত হন সরকারের এই অব্যবস্থায়। অনুষ্ঠানস্থল ছেড়ে কিছু কৃষক বেড়িয়ে যান। জলের কোনও ব্যবস্থা ছিলো না। অনেকেই জলের জন্যে অসুস্থ হয়ে পড়েন। কৃষকদের কথা একেবারেই ভাবা হয়নি বলে অভিযোগ উঠেছে চাষিদের পক্ষ থেকে।
সূত্র – দ্য ট্রিবিউন
বিশদে পড়তে এখানে ক্লিক করুন