জয় কিষাণ: ১২ মার্চ ২০২৩

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 4

সড়ক অবরোধে আলু চাষিরা

নিজস্ব সংবাদদাতা: সঙ্কটের মুখে ক্ষুব্ধ আলু চাষিরা শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ করতে নামলেন। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া-সহ একাধিক জেলায় তো বটেই, উত্তরবঙ্গেও আলু চাষিরা সড়ক অবরোধে নেমেছেন বলে জানা গেছে। কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে চাষের খরচ বেড়ে গেছে, অন্যদিকে উৎপাদিত আলুর দাম নেই, হিমঘরেও রাখার জায়গা নেই। হিমঘর ও সমবায়গুলিতে শাসক দলের দখলদারির কারণে কৃষকরা চরম বিপদে। বিপন্ন আলু চাষিরা জলের দরে আলু বেচে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীদের কাছে। এই অবস্থা চলতে থাকলে দেনার দায়ে আলু চাষিদের আত্মহত্যার ঘটনা বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।  

রাজ্য জুড়ে ক্ষেত মজুরদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিনের কাজের দাবি-সহ ৬০০ টাকা মজুরির দাবি, দুর্নীতির বিরুদ্ধে, ভূমি ও বাসস্থানের দাবিতে শুক্রবার কলকাতার ব্লকে ব্লকে মিছিল ও বিক্ষোভে অংশ নিলেন গ্রামীণ শ্রমজীবী ও ক্ষেত মজুররা। ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভের আহ্বান জানানো হয়েছিল।

সংগঠনের সভাপতি ও সম্পাদক জানান, ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবীরা এই দাবিগুলির সমর্থনে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। তাঁরা আরও বলেন, মোট ১২৯টি মিছিল সংগঠিত হয়েছিল এ দিন। আনুমানিক ৮ হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন।  

সরকার আলু কিনলেও ক্ষতির আশঙ্কায় চাষিরা

অনুকূল আবহাওয়া দেখে আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। কিন্তু সেই আশা অনুযায়ী ফলন মিলছে না। আবার দাম যা মিলছে, তাতে চাষের খরচ জোগাড় নিয়েই সংশয় রয়েছে, অভিযোগ রাজ্যের বহু আলু চাষির। রাজ্য সরকার চাষিদের কাছে সাড়ে ৬ টাকা কেজি দরে আলু কিনবে বলে জানিয়েছে। তবু লাভের মুখ দেখার আশা তাঁরা করছেন না বলে চাষিদের বড় অংশের দাবি।

সম্প্রতি পূর্ব বর্ধমানের কালনায় এক আলু চাষির ঝুলন্ত দেহ মেলার পরে তাঁর পরিবার দাবি করে, চাষে ক্ষতি আঁচ করে হতাশায় আত্মঘাতী হয়েছেন তিনি। কম দামে বিক্রি করতে হচ্ছে অভিযোগে কয়েক দিন আগে কোচবিহারে জাতীয় সড়কে আলু ফেলে রেখে বিক্ষোভ দেখান কিছু চাষি। শনিবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছে কৃষকসভা।

সূত্র – আনন্দবাজার পত্রিকা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

চাষের জমি থেকে অবাধে মাটি পাচার, বিক্ষোভ দেগঙ্গায়

বালি পাচার, কয়লা পাচার-সহ একাধিক দুর্নীতিতে জড়িয়েছে রাজ্য সরকারের নাম। এবার চাষের জমি থেকে অবাধে চলছে মাটি পাচার। প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

পঞ্চায়েত ভোটের আগে মাটি পাচারের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।

সূত্র- এবিপি আনন্দ

বিশদে জানতে এখানে ক্লিক করুন

কৃষক বিক্ষোভে চলল লাঠি, কাঁদানে গ্যাস

হিমঘরে আলুর বন্ড রাখা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। শুক্রবার দুপুরে বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে কোচবিহারের দেওয়ানহাটে হিমঘরের সামনে বিক্ষোভ দেখান একদল কৃষক। জলপাইগুড়ি জেলায় ছ’টি হিমঘরে বন্ডের কুপন বিলি নিয়েও গোলমাল চলে। এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সহায়ক মূল্যে আলু কেনার কথা বলা হলেও, তাতে শিলিগুড়ির নাম না থাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বামপন্থী কৃষক সংগঠন কৃষক সভা।

শুক্রবার দুপুরে আলুর বন্ড নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে দেওয়ানহাট। পুলিশ কৃষকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও লাঠি চালানো ও ‘স্টান গ্রেনেড’ ছোড়ার অভিযোগ উঠেছে। দু’জন পুলিশ কর্মী-সহ ১০ জন জখম হন। 

মহকুমা শাসক (কোচবিহার সদর) রাকিবুর রহমান বলেন, ‘‘বন্ড নেওয়ার লাইনে দু’বার করে দাঁড়ানো নিয়ে সমস্যা হয়। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হয়েছে।’’

সূত্র – আনন্দবাজার পত্রিকা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

কৃষকের থেকে লুট : ১০ মার্চ ২০২৩

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *