গত বুধবার কর্ণাটকের কাগাওয়াডের মানাগাভাল্লি গ্রামে মোবাইলের টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে এক কৃষকের। মৃত কৃষকের নাম সঞ্জয় পাতিল (৩৫)।
সূত্রের খবর অনুযায়ী তিনি মদ্যপান করে মোবাইল টাওয়ারের শীর্ষে উঠছিলেন আত্মহত্যা করবেন বলে, কিন্তু সেখানে পৌঁছোবার আগেই পিছলে পড়ে মারা যান।
জানা গেছে, মৃত কৃষকের ২ একর জমির ফসল অসময়ে বৃষ্টির কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়৷ পাশাপাশি তিনি ঋণের জালে বন্দি হয়ে অবসাদগ্রস্ত। এই কারণেই তিনি আত্মঘাতী হতে মোবাইল টাওয়ারে উঠেছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এই ঘটনায় কাগাওয়াড পুলিশ স্টেশনে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
ঋণের দায়ে কৃষকের মৃত্যু কর্ণাটকে

মতামত দিন