নিজস্ব সংবাদদাতা: হঠাৎ শিলাবৃষ্টিতে সালথায় উত্তোলনের অপেক্ষায় থাকা পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা যায়, মাঠের বেশিরভাগ নিচু জমির পেঁয়াজখেত তলিয়ে গেছে। ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েন ঋণগ্রস্ত চাষিরা। জানা গেছে, পেঁয়াজ চাষ করে সারা বছরের অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন সালথা বেশিরভাগ পরিবার। এবার উপজেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে।
চাষিরা জানিয়েছেন, এমনিতেই এবার পেঁয়াজের আশানুরূপ ফলন হয়নি। এরমধ্যে আবার শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। অন্যদিকে সারা বছরই বাজারে পেঁয়াজের দামও তুলনামূলক কম ছিল। সব মিলিয়ে এবারো পেঁয়াজ চাষ করে তারা পথে বসে যাবে।
শিলাবৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজ ক্ষেত, কৃষকদের মাথায় হাত

মতামত দিন