জমি অধিগ্রহণের প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে এমনিতেই হরিয়ানার মানেসরে কৃষক বিক্ষোভ জারি আছে। সেই বিক্ষোভে শামিল হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও। এবার ভারতীয় কিষাণ ইউনিয়ন (চারুনি) বা বিকেইউ (চারুনি) নামের সংগঠনটি আগামী ২৮ সেপ্টেম্বর শহীদ ভগত সিং-এর জন্মদিনে গোটা হরিয়ানা জুড়ে অভিনব কায়দায় পোশাকবিহীন অবস্থায় বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে। তাদের দাবি, গ্রামের সাধারণ জমি (রেগুলেশন) আইন বা Village Common Lands (Regulation) Act-এর পরিবর্তন করার জন্য কৃষক সমাজের যে দাবি তা অবিলম্বে মেনে নিতে হবে রাজ্য সরকারকে। বিকেইউ (চারুনি) সংগঠনের নেতা গুরুনাম সিং চারুনি বলেন, “হাজার হাজার আবাদি জমি কর্পোরেট সংস্থাগুলোর হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। সরকারের এই অপচেষ্টা রুখতে আর জমি রক্ষায় কৃষকেরা বিক্ষোভ দেখাচ্ছ, এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, একাধিক মন্ত্রীর বাড়ির সামনে কৃষকেদের পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে। তারপরেও সরকার কোনোভাবে কর্ণপাত করছে না। এদ্র প্রতিবাদেই আমরা ২৮ তারিখ পোশাক খুলে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি।”
সূত্র- কৃষিজাগরণ ডট কম
অভিনব কায়দায় পোশাক খুলে প্রতিবাদের ডাক হরিয়ানার কৃষক সংগঠন

মতামত দিন