বিজেপির বৈঠকের বিরোধিতা করে গ্রেফতার হলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা। অখিল ভারতীয় জনবাদী মহিলা সমিতির সদস্য এবং বিপিন খাপের সদস্যরাও বিজেপির এই বৈঠকের বিরোধিতা করেন।
উল্লেখ্য, হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং এক জুনিয়র মহিলা কোচের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। তাকে মন্ত্রীত্বের পদ থেকে অপসারণের এবং গ্রেফতারের দাবি কৃষকদের দীর্ঘদিনের। হরিয়ানার বিজেপির বৈঠকে কৃষকরা “গো ব্যাক সন্দীপ সিং” স্লোগান তোলেন এবং কালো পতাকা প্রদর্শন করেন। পুলিশ তখন ভারতীয় কিষাণ ইউনিয়ন-সহ মহিলা এবং খাপের সদস্যদের গ্রেফতার করে।
সূত্র- সমাচার ক্যারি হিন্দি নিউজ
হরিয়ানায় কৃষকদের গ্রেফতার করল পুলিশ

মতামত দিন