কেন্দ্র সরকার কৃষকদের সমস্যা সমাধানে ব্যর্থ, মন্তব্য পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কৃষকদের দাবিদাওয়া ইস্যুতে পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার তোপের মুখে সে রাজ্যের আপ সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য উভয় সরকার কৃষকদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।

এছাড়াও বিরোধী দলনেতা বলেন যে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে বিক্রি যে কৃষকদের আইনি অধিকার সেই আইন প্রণয়নে সরকারের উদাসীনতা ক্রমশ কৃষকদের হতাশ করছে। একইভাবে, কেন্দ্রও আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রতিবাদের সময় প্রাণ হারিয়েছে এমন কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।কিন্তু বর্তমান কৃষকদের পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতিগুলি যে বিশ বাঁও জলে সে কথা বলাই বাহুল্য

তিনি আরো বলেন, “আগের বছর ১৯ নভেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ঘোষণা করেছিলেন, তিনটি কৃষি আইন প্রত্যাহারের। একই বক্তৃতায়, তিনি সারা দেশে কৃষকদের সাথে সম্পর্কিত সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ”

প্রসঙ্গত, কৃষক আন্দোলনের ফলশ্রুতিতে কেন্দ্র তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। এই আশ্বাস পেয়েই কৃষক সংগঠনগুলি তাঁদের আন্দোলন প্রত্যাহার করেন। কিন্তু মৌখিক আশ্বাস দেওয়া ছাড়া বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সেই প্রতিশ্রুতির এখনও অবধি বাস্তবায়ন ঘটায়নি। আর এবার সেই ইস্যুতেই আক্রমণাত্মক পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া।



সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *