বিজেপি ও বিজেপি নিয়ন্ত্রিত একাংশের গণমাধ্যম, যারা ‘গদি মিডিয়া’ নামে জনসমাজে পরিচিত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির বৃদ্ধিকে কৃষকদের প্রতি নরেন্দ্র মোদির ‘দীপাবলির উপহার’ বলে প্রচার করছে! বিজেপি শিবিরের এমন প্রচারকে ‘মিথ্যা’ বলে তোপ দেগেছেন বিরোধীরা। বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এমএসপির বৃদ্ধি নিয়মতান্ত্রিক একটি বিষয়। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সূর্যেওয়ালা সাফ জানালেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি মুদ্রাস্ফীতি হারের তুলনায় অনেকটাই কম। গত শনিবার একটি ট্যুইটে এমনটাই লিখেছেন তিনি। আরও লিখেছেন, এমএসপির বৃদ্ধির হার মুদ্রাস্ফীতির তুলনায় কম হওয়ায় কৃষকদের কঠিন পরিশ্রম দীপাবলির আলোতে হারিয়ে গেছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, মোদি সরকারের জন্য কৃষকদের অশ্রু এখন নিত্যদিনের ঘটনা। তাঁর সাফ কথা, ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে মোদি সরকার নিজের পিঠ নিজেই চাপড়ে দিচ্ছে। কিন্তু এই ঘোষণা কৃষকদের সঙ্গে প্রতারণার শামিল। এর ফলে কৃষকদের কঠোর পরিশ্রম করেও রক্ত-অশ্রু ঝরছে। তাঁর আবেদন, এবারের দীপাবলিতে অন্তত ২ মিনিট আমাদের দেশের ৭০ কোটি কৃষক এবং ক্ষেত মজুরদের এই দুর্দশার কথা স্মরণ করুক দেশবাসী।
প্রসঙ্গত, কেন্দ্র গত সপ্তাহের শুরুর দিকে ৬টি রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ৯ শতাংশ বৃদ্ধি করেছে।
সূত্র- পিটিআই / দ্য টাইমস অফ ইন্ডিয়া
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি মুদ্রাস্ফীতি হারের তুলনায় কম: কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা

মতামত দিন