পেঁয়াজের এমএসপি আইনের দাবিতে আন্দোলনের পথে নামলেন কর্ণাটকের কৃষকরা। বেঙ্গালুরুর যশবন্তপুর বাজারে ২০৫ কেজি পেঁয়াজ বিক্রি করে গদগের একজন কৃষক ৮.৩৬ টাকা পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা। সম্প্রতি যশবন্তপুর বাজারে পেঁয়াজের মূল্য কুইন্টাল প্রতি ৫০০ টাকা থেকে কুইন্টাল প্রতি ২০০ টাকায় নেমে যাওয়ায় চরম বিপাকের মুখে পরেছেন তাঁরা।
ক্ষুব্ধ কৃষকরা এখন রাজ্য সরকারকে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করতে বাধ্য করার জন্য প্রতিবাদের পরিকল্পনা করছেন। কর্ণাটক রাজ্য রায়থা সংঘ গাদগ জেলা সভাপতি ইয়াল্লাপ্পা বাবরি বলেন, তাঁরা রাজ্য সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন। চলতি বছরে অতিবৃষ্টির কারণে চরম দুর্দশার শিকার হয়েছেন কৃষকরা। এর মধ্যে রাজ্য সরকার যদি তাঁদের দাবি না মানেন তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।
সূত্র- নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
পেঁয়াজের এমএসপি আইনের দাবিতে আন্দোলনের পথে কৃষকরা

মতামত দিন