সিংঘু সীমান্তে কৃষক আন্দোলন মুলতুবির বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার পাঞ্জাব ও হরিয়ানা থেকে শয়ে শয়ে কৃষক কিষাণ সংযুক্ত মোর্চার ব্যানারে ‘কিষাণ মহাপঞ্চায়েত’ থেকে ফের কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন৷ পাশাপাশি হরিয়ানা সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছে মোর্চা।
মোর্চার অভিযোগ, হরিয়ানার কুন্ডলিতে ‘শহিদ কিষাণ স্মৃতিসৌধ’ নির্মাণের জন্য জমি কেনার ক্ষেত্রে রাজ্য সরকার বাধা দিচ্ছে৷ এই অভিযোগে ভারতের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অতিরিক্ত জেলা প্রশাসক অঙ্কিতা চৌধুরীর কাছে একটি স্মারকলিপিও জমা দিল সংযুক্ত কিষাণ মোর্চার হরিয়ানা শাখা৷
সূত্র- দ্য ট্রিবিউন
কিষাণ মহাপঞ্চায়েত থেকে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি এসকেএম-এর

মতামত দিন