সমাজ-বিরোধীদের দিয়ে কৃষকদের ভয় দেখিয়ে হাঁসার বিল ও যশোর রোডের পাশে নয়ানজুলি বেআইনিভাবে ভরাট করার অভিযোগ উঠল বনগাঁ পৌরসভার এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষকদের অভিযোগ, বেআইনি ভরাটের ফলে অসংখ্য চাষির কৃষি জমির ফসল বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি গাইঘাটা ব্লকের দোগাছিয়া, মণ্ডলপাড়া, মনমোহনপুর এলাকার বিস্তীর্ণ এলাকার কৃষকরা বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন।
ওই কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও বিরোধীদের চাপের মুখে শাসক দলের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন যে,”এই ধরনের বেআইনি কাজ দল কোনোভাবে বরদাস্ত করবে না। আইনের ঊর্দ্ধে কেউ নয়। আইন আইনের পথে চলবে”।
সূত্র- আমাদের ভারত
ভয় দেখিয়ে জলাভূমি ভরাট, বিপাকে চাষিরা

মতামত দিন