উত্তরপ্রদেশে চাষিদের জমি নিলাম করা যাবে না: রবি আজাদ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

উত্তরপ্রদেশের আগ্রায় ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারায় কৃষকদের জমি নিলাম করতে চাইছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কৃষক সংগঠনগুলি এর বিরোধিতায় একজোট হয়েছে। হরিয়ানার কৃষক নেতা রবি আজাদ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দরিদ্র কৃষকরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করতে না পারলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই কৃষকের জমি নিলাম করে । এই নিয়ম বহু পুরানো। ব্রিটিশ শাসনকাল থেকে এই নিয়ম চলে আসছে। কৃষক রাকেশ সেতিয়ার কাছে ২ একর জমি আছে। ইনি কিষাণ ক্রেডিট কার্ড থেকে টাকা ধার করেছেন। এখন শোধ করতে না পারায় তাঁর জমি দখল করার চেষ্টা করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সরকারের কাছে আমাদের প্রশ্ন, প্রায় ৩০ জন ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ করতে না পেরে দেশ থেকে পালিয়ে গেছে। উদ্যোগপতিদের কোটি কোটি টাকা ঋণ সরকার মকুব করে দেয়। কিন্তু কৃষকদের সামান্য ১০ হাজার টাকার ঋণ সরকার মুকুব করতে পারে না”। রবি আজাদ অবিলম্বে এই নিয়মের পরিবর্তন চেয়ে সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সূত্র- হিন্দুস্তান সিবি নিউজ আগ্রা

বিশদে জানতে ভিডিওটি দেখুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *