জমি থেকে উচ্ছেদ রুখতে বর্ধমানে কৃষক বিক্ষোভ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: কৃষিজমি থেকে উচ্ছেদ করতে গিয়ে কৃষকদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হলেন পুলিশ এবং বিডিও। চাষিদের অভিযোগ, মঙ্গলবার বর্ধমানের বড়শূলে কলকাতার প্রমোটারের হয়ে জমি দখল করতে গিয়েছিলেন পুলিশ ও বিডিও। কিন্তু এভাবে বিক্ষোভের মুখে পড়তে হবে তা ভাবতে পারেননি তাঁরা।

এদিন কৃষকরা বিডিওকে স্পষ্ট জানিয়েছেন এই জমি থেকে তাঁদের উচ্ছেদ করা হলে জোরালো প্রতিরোধের মুখে পড়তে হবে পুলিশ ও প্রশাসনকে। যে জমিতে মঙ্গলবারও আলু ও সর্ষে ফলে আছে, সেই জমি কেন প্রমোটারকে বিক্রি করে দেওয়া হল, তার জবাব চেয়ে কৃষকরা এদিন রাস্তাও অবরোধ করেন।

এই আন্দোলনে শুধু কৃষকরা নন তাঁদের পরিবারের লোকজনেরাও অংশগ্রহণ করেন। বিডিও-কে বলে দেওয়া হয়, এই জমি গরিব চাষিরা বুক দিয়ে রক্ষা করবেন। এলাকার মানুষের অভিযোগ, সরকার ও শাসকদল মিলেই কৃষকদের তিন ফসলি জমি থেকে উচ্ছেদ করে এখানে প্রোমোটারি করতে চাইছে।

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *