নিজের রাইফেল থেকে নিজেকেই গুলি করে আত্মঘাতী হলেন কর্ণাটকের কৃষক। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উদুপি জেলায়। পুলিশের ধারণা, প্রবল আর্থিক অনটনের চাপে পড়েই প্রবীণ ওই কৃষক আত্মহত্যার সিদ্ধান্ত নেন। আত্মঘাতী কৃষকের নাম ভাস্কর হেগড়ে (৬৩)। তিনি উদুপি জেলার কারকালা তালুকের দুর্গা গ্রামের তেল্লারু এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগতভাবে নিজের জমিতে জৈবচাষের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, বাড়িতে চা বানানোর সময় হঠাৎ করেই তিনি গুলির শব্দ শুনতে পান। এই ঘটনায় রাজনৈতিক বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী অবস্থানের ফলেই কৃষকদের প্রাণ দিতে হচ্ছে। যার জেরে মরতে হচ্ছে খোদ বিজেপি সমর্থক কৃষকদেরও। উল্লেখ্য, আত্মঘাতী এই কৃষক নিজেও একজন বিজেপি কর্মী ও স্থানীয় পঞ্চায়েত সদসা ছিলেন।
সূত্র- বার্তা ভারতী
আর্থিক অনটনে নিজেকে গুলি করে আত্মঘাতী কর্ণাটকের কৃষক

মতামত দিন