নির্বাচনী ইস্তেহারে কৃষকের জন্য যে পরিমাণ ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করার প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছে না। অভিযোগ তামিল কৃষিজীবীদের। ধানের জন্য তামিলনাডু সরকারে ঘোষিত সহায়ক মূল্যের ব্যাপারে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ডেলটা জেলার কৃষকেরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক যে সুপারিশ, সেটাকে অন্তত বাস্তবায়িত করতে হবে। তামিলনাডু কাবেরি কৃষক সুরক্ষা সমিতির সম্পাদক স্বামীমালাই সুন্দর বিমলানাথের বক্তব্য, “ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির যে ঘোষণা, তা আসলে মানুষকে বোকা বানানোর চেষ্টা।”
বিশদে পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://www.dtnext.in/tamilnadu/2022/08/31/farmers-unhappy-with-paddy-msp-announced-by-state-govt-2