মহারাষ্ট্রের নাগপুরে আত্মঘাতী হলেন ঋণে জর্জরিত কৃষক। চলতি মাসে নাগপুরে এটি পঞ্চম কৃষক আত্মহত্যার ঘটনা। আত্মঘাতী কৃষকের নাম রাজীব বাবুরাও জুড়পে (৬০)। মহারাষ্ট্রের নাগপুর জেলার নাড়খেদ তহসিলের, পিম্পালদারা গ্রামের বাসিন্দা। জানা গেছে, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তিনি প্রায় আড়াই একর জমি কিনেছিলেন। কিন্তু অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে ঋণ পরিশোধ করবেন ভেবে না পেয়ে, আত্মহত্যার পথ বেছে নেন বয়সে প্রবীণ এই কৃষক।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নাগপুরে ঋণে জর্জরিত কৃষক বেছে নিলেন আত্মহত্যার পথ

মতামত দিন