কৃষি নীতি নিয়ে কেন্দ্র-রাজ্য দোষারোপ, পাল্টা দোষারোপ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

আরটিআইতে উঠ্রে এসেছে গত বছর ১২২ জন কৃষক পশ্চিম মেদিনীপুরে আত্মহত্যা করেছেন। এই তথ্য অস্বীকার করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও এই ইস্যুতে রাজনীতি করতে মাঠে নেমে পড়্রেছে গেরুয়া বাহিনী। এদিকে গোটা দেশেই কেন্দ্রের বিজেপি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। তাই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় শাসক দল যতই অভিযোগ করুক, কেন্দ্রের বিরুদ্ধে পালটা অভিযোগে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

রবিবার হরিশ্চন্দ্রপুরে সভা করতে গিয়ে কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের কিষান খেতমজুর কর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। তাঁর বক্তব্য, কেন্দ্রের নীতি কৃষক ও খেতমজুরদের কোমর ভেঙে দিয়েছে। দেশের কৃষকদের কোমর ভেঙে দিয়েছে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতি দেশের কৃষকদের কোমর ভেঙে দিয়েছে। একদিকে চলছে কর্পোরেট তোষণ, আর অন্যদিকে কৃষকদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। যার ফলে দেশের কৃষকরা দুর্বল হয়ে পড়ছেন।’

যদিও রাজ্য এবং কেন্দ্র- এই দুই পক্ষের কৃষকদের ব্যাপারে অবস্থান নিয়ে সমালোচনায় মুখর কৃষক সংগঠনগুলো। ‘জয় কিষাণ’ আন্দোলন-সহ একাধিক কৃষক সংগঠন এমএসপি নিয়ে টালবাহানা, কৃষিতে বানিজ্যিক সংস্থাগুলোর খবরাদারির পিছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য- দুই সরকারের বিরুদ্ধেই সমালোচনায় সরব রয়েছে।

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *