কৃষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে মহামিছিলের ডাক দিল কর্ণাটক রাজ্য রাইথা সংঘ (কেআরআরএস )। কর্ণাটকের ম্যান্ডেতে আগামী সোমবার মহামিছিল করবে কেআরআরএস। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেআরআরএস-এর সভাপতি বাদগলপুরা নগেন্দ্র এই মিছিলটির বিষয়ে জানান, সরকার কর্তৃক নির্ধারিত আখের মূল্য অপর্যাপ্ত। উপযুক্ত মূল্যের দাবিতে এই মহামিছিল বলে জানা গেছে।
সূত্র- দ্য হিন্দু
কর্ণাটকে কৃষকদের দাবিদাওয়া নিয়ে কেআরআরএস-এর মহামিছিল

মতামত দিন