পাঞ্জাবের সাংরুর এলাকায় ক্ষেতমজুরদের বেতনের হার বৃদ্ধি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বাড়ির সামনে ধর্নায় বসল দলিত ক্ষেতমজুর সংগঠন। এই ধর্নায় প্রধান নেতৃত্ব দেয় সাংঝা পাঞ্জাব মোর্চার অন্তর্গত দশটি ক্ষেতমজুর সংগঠন। গত ১২ সেপ্টেম্বর সাংরুরের ড্রিমল্যান্ড কলোনিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ধর্না চলে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে পুলিশ।
সূত্র- কাউন্টার ভিউ
বর্ধিত বেতন ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পাঞ্জাবের দলিত ক্ষেতমজুর আন্দোলন

মতামত দিন