হাওড়ার জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় চাষের জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে জমির মান আরও খারাপ হচ্ছে। কৃষকরা অভিযোগ তোলেন জমিগুলি আর চাষযোগ্য নয়। অবৈধভাবে মাটি কাটা চলছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে।
জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। জেলা ভূমি দফতর পুলিশকে নির্দেশ দেয় খতিয়ে দেখতে। পুলিশ অভিযান চালাচ্ছে যাতে অনিয়ন্ত্রিত ভাবে মাটি কাটা বন্ধ হয়। যদিও শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে গরিব মানুষের ক্ষতি করে কিছু করা যাবে না। সরকারি নিয়ম মেনে মাটি কাটতে হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জগৎবল্লভপুরে চাষের জমিতে অবাধে চলছে মাটি কাটা

মতামত দিন