নিজস্ব সংবাদদাতা: আগামী ৫ এপ্রিল দেশের শ্রমজীবী জনতার সম্মিলিত অসন্তোষে আরও একবার কেঁপে উঠতে চলেছে রাজধানী দিল্লির রাজপথ। মোদী সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে ঘৃণা উগরে দিতে ওইদিন রাজধানীর বুকে সুবিশাল জঙ্গী সমাবেশ করবেন এদেশের শ্রমিক-কৃষক এবং খেতমজুররা। নয়া উদারনীতি বাস্তবায়নে শাসকগোষ্ঠী যেসব আক্রমণ নামিয়ে এনেছে, তা প্রতিরোধের শপথেই হবে এই ‘মজদুর-কিষান সঙ্ঘর্ষ সমাবেশ’।
সমাবেশের ডাক দিয়েছে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ), সারা ভারত কৃষকসভা (এআইকেএস) এবং সারা ভারত খেতমজুর ইউনিয়ন (এআইএডবলিউএ)। তিন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, স্বাধীনতার পরে দেশে সম্পদ উৎপাদনকারী শ্রেণিগুলির সর্ববৃহৎ সমাবেশ দেখতে চলেছে রাজধানী।
কৃষক-শ্রমজীবীর স্রোত দেখবে রাজধানী

মতামত দিন