পাঞ্জাবের অমৃতসরে বুধবার সংযুক্ত কিষাণ মোর্চা অনির্দিষ্টকালীন চাক্কা জ্যামের ডাক দেয়। শয়ে শয়ে কৃষক ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা)-এর নেতৃত্বে ভান্ডারি সেতুতে অনির্দিষ্টকালীন প্রতিবাদে শামিল হন। পাঞ্জাব সরকার খড় পোড়ানোর জন্য কৃষকদের জমির রেকর্ডে সতর্কতামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত হচ্ছে এমন খবরের পর বুধবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা চাক্কা জ্যাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এর ফলে সাধারন মানুষ অসবিধার সম্মখীন হন। কারণ অবরুদ্ধ সেতুটি অমৃতসর-দিল্লি জাতীয় মহাসড়কের মধ্যে অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা। সাধারন মানুষের অসুবিধের কথা ভেবে, বিক্ষোভকারীরা গভীর রাতে অমৃতসরের ভান্ডারি সেতুতে স্বর্ণ মন্দিরের দিকে যাওয়ার রাস্তাগুলি থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করেন।
ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা)-এর সভাপতি জাগজিত সিং ডাল্লেওয়াল বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ভান্ডারি সেতুর একপাশে আমাদের বিক্ষোভ চলবে”।তিনি আরো বলেন, “৬ অক্টোবর একটি বৈঠকের পর রাজ্য সরকার আশ্বাস দিয়েছে যে আমাদের দাবি পূরণ করা হবে। কিন্তু আমাদের কোনো দাবি তারা পূরণ করে নি। রাজ্য সরকার আমাদের রাস্তায় বসতে বাধ্য করছে”।
সূত্র- হিন্দুস্তান টাইমস
পাঞ্জাবে কৃষকদের অনির্দিষ্টকালীন চাক্কা জ্যামের কর্মসূচি

মতামত দিন