রবি মরশুমে ফসল বিমা থেকে পিছিয়ে আসছেন কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সারা দেশের প্রচুর কৃষক বর্তমান রবি মরশুমের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ আবেদন এবং কৃষকের সংখ্যা উভয়ই এই মরশুমে কমেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েক বছরে মহারাষ্ট্রের মতো রাজ্যে রবি ফসল এলাকার আয়তন বেড়েছে। মাটির আর্দ্রতার ভালো থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার ঘটনা কম হওয়ায় কারণে রবি মরশুমে কৃষকরা তাঁদের জমির এলাকা বৃদ্ধি করতে দেখেছেন। চানা, মসুর, সর্ষে, গম, মুগ প্রভৃতি ফসল কৃষকদের প্রধান রবি ফসল। মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ পেরিয়ে গেছে, তারপরে কোনও নতুন নিবন্ধন সম্ভব হবে না।

পারভানি জেলার একজন তরুণ কৃষক রোহন গঙ্গে বলেন, “আমিও আমার নিজের ফসলের বিমা করিনি। এর প্রধান কারণ হল রবি মরশুমে বর্ষা মরশুমের মতো ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। রবি মরশুমে শুধুমাত্র শিলাবৃষ্টি ফসলকে প্রভাবিত করতে পারে যা কিনা একটি বিরল ঘটনা। দ্বিতীয় কারণ হল খরিফ মরশুমের সময় ফসলের ক্ষতির জন্য কৃষকরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। এই ঘটনা ফসল বিমা সম্পর্কে কৃষকদের উৎসাহ আরও কমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।”

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *